চিংড়িহাটা সড়ক দুর্ঘটনায় মর্মাহত মুখ্যমন্ত্রী, দিলেন ক্ষতিপূরণের আশ্বাস

দিল্লি থেকে সরাসরি এসএসকেএম পৌঁছে চিংড়িহাটা দুর্ঘটনার আহতদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Must read

দিল্লি থেকে সরাসরি এসএসকেএম পৌঁছে চিংড়িহাটা দুর্ঘটনার আহতদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভয়াবহ পথ দুর্ঘটনায় চিংড়িহাটায় জখম হন ৫ জন। একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পরপর বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা মারে। ঘাতক গাড়িটি ধাক্কা মারে বেশ কয়েকজন পথচারীকেও। গাড়িটি গিয়ে সবশেষে আটকায় গার্ড রেলে। এই ঘটনায় ৫ জন গুরুতর জখম হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দিল্লি থেকে সরাসরি এসএসকেএম পৌঁছেই আহতদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-‘নার্সদের স্পেশাল ট্রেনিং দিয়ে পদমর্যাদা বৃদ্ধি করা হবে’ নতুন উদ্যোগের কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়

সেখানে পৌঁছে তিনি বলেন, ‘আজ একটি দুর্ঘটনায় এক মাদকাসক্ত যুবক সাত আটজনকে ধাক্কা। তাঁরা অবশ্য ভালো টেক কেয়ার পাচ্ছেন। আমি দেখতে গিয়েছিলাম। ট্রমা কেয়ারটা কষ্ট করে করেছি। দুপুরে ভর্তি হয়েছে। এখনও ব্যান্ডেজ হয়নি দেখলাম কিছু ক্ষেত্রে।’

আরও পড়ুন-‘‌রেফার করে দিয়ে দায় ঝাড়লে চলবে না’‌, এসএসকেএম হাসপাতালে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী

এরপর নিজের টুইটার হ্যান্ডেলে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, ‘চিংড়িঘাটায় দুর্ভাগ্যজনক সড়ক দুর্ঘটনায় আমি মর্মাহত। দোষী চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে GoWB। আহতদের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বিনামূল্যে চিকিৎসা করা হয়। আমি আজ এসএসকেএম ট্রমা কেয়ার সেন্টারে তাদের দেখতে গিয়েছিলাম। গুরুতর আহত দুজনকে টাকা দেওয়া হবে ক্ষতিপূরণ হিসাবে ১ লক্ষ, এবং বাকি 5 জনকে ৫০,০০০ টাকা দেওয়া হবে। আমি তাদের সকলের দ্রুত আরোগ্য কামনা করছি। আমি আবারও সবাইকে সড়ক নিরাপত্তার বিষয়ে সচেতন হওয়ার জন্য অনুরোধ করছি এবং ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ ​​পুনর্ব্যক্ত করছি।’

 

Latest article