BGBS-এর প্রস্তুতির অগ্রগতি দেখতে আগামিকাল বৈঠকে মুখ্যমন্ত্রী

Must read

জানুয়ারি মাসে গঙ্গাসাগর মেলা শেষের পরে ফেব্রুয়ারির প্রথমে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি দেখে মঙ্গলবার ফিরেই BGBS-এর প্রস্তুতি নিয়ে বুধবার নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। রাজ্যের শিল্প সম্ভাবনা সবার সামনে তুলে ধরার বড় সুযোগ এই মঞ্চ।

৫-৬ ফেব্রুয়ারি রাজ্যে বসবে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের আসর। এই সম্মেলন সুষ্ঠু ভাবে পালন করতে ইতিমধ্যেই প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকদের কাজ ভাগ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রস্তুতির কাজ কতটা এগিয়েছে তা খতিয়ে দেখতে ও বিস্তারিত রিপোর্ট নিতে বুধবার নবান্নে বৈঠক ডেকেছেন তিনি। থাকবেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ-সহ রাজ্য প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিক। বৈঠকে পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের প্রতিনিধিদেরও ডাকা হয়েছে। তাঁরা BGBS নিয়ে কী ধরনের প্রস্তুতি নিচ্ছেন জানতে চাইবেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)।

আরও পড়ুন- মুড়িগঙ্গায় ২০ ঘণ্টা ভেসেল পারাপার, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বৈঠকে প্রশাসনিক আধিকারিকদের থেকে সম্মেলনের বিভিন্ন কর্মসূচির বাস্তবায়নের পরিকল্পনা জানতে চাওয়া হতে পারে বলে সূত্রের খবর। শিল্প, পরিকাঠামো, পরিবহন ও বিনিয়োগ আকর্ষণের অগ্রগতির জন্য রাজ্য কী ধরনের পরিকল্পনা বিনিয়োগকারীদের কাছে তুলে ধরবে, সেই পরিকল্পনা দেখতে চাইতে পারেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সেই কারণে শিল্প সম্মেলনের সঙ্গে যুক্ত সব বিভাগকেই বৈঠকে হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। বিদেশি প্রতিনিধিদের আগমন ও তাঁদের আতিথেয়তা সংক্রান্ত প্রস্তুতিও খতিয়ে দেখা হবে।

গঙ্গাসাগর মেলা উপলক্ষে কলকাতায় বাবুঘাট-আউট্রাম ঘাট সংলগ্ন এলাকায় অস্থায়ী শিবির করে দেয় রাজ্য সরকার। বুধবার নবান্নের বৈঠক শেষ হলে পুণ্যর্থীদের জন্য তৈরি অস্থায়ী শিবিরগুলি পরিদর্শনে যেতে পারেন মুখ্যমন্ত্রী। সঙ্গে আউট্রাম ঘাটে একটি জেটিরও উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।

Latest article