উন্নয়নমূলক প্রকল্প বার্ষিক রিপোর্ট কার্ড দেখবেন মুখ্যমন্ত্রী

রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের উচ্চপর্যায়ের বৈঠকে বসতে চলেছেন।

Must read

প্রতিবেদন : রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের উচ্চপর্যায়ের বৈঠকে বসতে চলেছেন। মঙ্গলবার দুপুরে নবান্ন সংলগ্ন সভাঘরে এই বৈঠক অনুষ্ঠিত হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশে মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, ডিজি রাজীব কুমার-সহ সব দফতরের সচিবদের উপস্থিত থাকতে বলা হয়েছে। এছাড়া জেলাশাসকরাও ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে যোগ দেবেন।

আরও পড়ুন-অসমকে বাদ দিয়ে অন্যান্য রাজ্যে এসআইআর কেন? সুপ্রিম কোর্টে মামলা

বৈঠকে প্রতিটি দফতরের কাজের অগ্রগতি নিয়ে বার্ষিক রিপোর্ট কার্ড পেশ করা হবে। বিভিন্ন প্রকল্পের বর্তমান পরিস্থিতি, আর্থিক ব্যয়, কাজের গতি এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে লক্ষ্যমাত্রা পূরণের বিষয়গুলি খুঁটিয়ে দেখা হবে মুখ্যমন্ত্রীর সামনে। চলতি অর্থবর্ষে যে সব দফতরে কাজের গতি ধীর, সেই দফতরের আধিকারিকের কাছে মুখ্যমন্ত্রী সরাসরি জানতে চাইবেন কেন কাজের গতি বাড়ানো যায়নি। এদিকে এই বৈঠকের আগে সোমবার মুখ্যসচিব মনোজ পন্থ নবান্ন থেকেই সব জেলার জেলাশাসকদের নিয়ে একটি প্রস্তুতিমূলক বৈঠক সেরেছেন। সেখানে প্রকল্পভিত্তিক অগ্রগতি, কেন্দ্রীয় ও রাজ্য প্রকল্পের সমন্বয়, বিভিন্ন প্রশাসনিক সমস্যা এবং সমাধানমূলক পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে। মঙ্গলবার বৈঠক শেষ হওয়ার পর মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদের উদ্দেশে রওনা হওয়ার কথা।

Latest article