প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee) সুরেই সুর মেলালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (CM Uddhav Thackeray)। রবিবার মুম্বইয়ে (Mumbai) একটি জনসভায় কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি। তাঁর দাবি, বিরোধীদের কণ্ঠরোধ করতে সিবিআই-ইডির মতো কেন্দ্রীয় এজেন্সিগুলোকে ব্যবহার করছে মোদির সরকার (Narendra Modi Government)। চলছে প্রতিহিংসার রাজনীতি। পশ্চিমবঙ্গের (West Bengal) মতোই এবার মহারাষ্ট্রেও কেন্দ্রের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে উঠবে। পাশপাশি হনুমান চালিশা আর মসজিদের মাইক বিতর্কের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে পুরনো একটি ঘটনার সূত্র টেনে বিতর্কও উসকে দিয়েছেন বালাসাহেব ঠাকরের (Balasaheb Thackeray) পুত্র উদ্ধব ঠাকরে। শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেবের সঙ্গে সেই সময়ের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি লালকৃষ্ণ আদবানির একটি কথোপকথন উল্লেখ করেছেন উদ্ধব। তাঁর বক্তব্য, আমার বাবা বালাসাহেবের সমর্থন না-থাকলে মোদিকে গুজরাতের মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হত। কারণ, গোধরার দাঙ্গার পর সর্বস্তরে দাবি উঠেছিল, মোদি হঠাও। সেই সময়ে আদবানি একটি সভায় যোগ দিতে মুম্বই এসেছিলেন। তিনি বালাসাহেবকে সরাসরি জিজ্ঞাসা করেন, মোদিকে কি সরিয়ে দেব? বাবা জানিয়ে দেন, ভুলেও ওই কাজ করবেন না। কারণ, মোদি (PM Narendra Modi) গেলে গুজরাতও আপনাদের হাত থেকে বেরিয়ে যাবে। বালাসাহেবের জন্যই শেষপর্যন্ত মুখ্যমন্ত্রীর পদ বাঁচে মোদির। এই প্রসঙ্গ উল্লেখ করার পর উদ্ধব (Uddhav Thackeray) ফের বলেন, বিজেপির জোটে আর ফেরার প্রশ্ন নেই আমাদের।
আরও পড়ুন: সেনার আধুনিকীকরণ আর সংস্কারে জোর নয়া সেনাপ্রধানের