সংবাদদাতা, জলপাইগুড়ি: সোমবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে এক সরকারি অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই ভার্চুয়ালি উদ্বোধন করেন জল্পেশ মন্দির চত্বরে নির্মিত নতুন স্কাইওয়াকের। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এই মন্দিরের পরিকাঠামো উন্নয়নের জন্য রাজ্য সরকার পাঁচ কোটি টাকা বরাদ্দ করেছিল, যার মধ্যে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই আধুনিক স্কাইওয়াক।
আরও পড়ুন-ঘটনাস্থলে ছিলাম না, মিথ্যা নাম দিয়েছে বাম-রাম : কুণাল
প্রায় তিন বছর ধরে চলা নির্মাণকাজ শেষে এটি পুণ্যার্থীদের জন্য উন্মুক্ত হল। উদ্বোধনের সময় মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের অনগ্রসর ও শ্রেণিকল্যাণ দফতরের মন্ত্রী বুলুচিক বরাইক, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত, জেলা পরিষদের সহ-সভাধিপতি সীমা চৌধুরী, সদস্যা মহুয়া গোপ, বিধায়ক খগেশ্বর রায়, নির্মলচন্দ্র রায় ও প্রদীপ বর্মা প্রমুখ। মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের পরে মন্ত্রী বুলুচিক বরাইক ফিতে কেটে স্কাইওয়াকের আনুষ্ঠানিক সূচনা করেন। জানা গেছে, প্রতি বছর জল্পেশ মন্দিরে তিনটি বড় মেলা অনুষ্ঠিত হয়। তার মধ্যে শ্রাবণ মাসের শ্রাবণী মেলায় সবচেয়ে বেশি ভিড় হয়। বর্ষার সময় বহু পুণ্যার্থী বৃষ্টির মধ্যেই লাইনে দাঁড়িয়ে থাকেন। নতুন স্কাইওয়াকের ফলে এবার থেকে পুণ্যার্থীরা ছাউনির তলা দিয়ে সুরক্ষিতভাবে এগোতে পারবেন। মন্দিরের সম্পাদক গীরেন্দ্রনাথ দেব জানান, এত সুন্দর স্কাইওয়াক তৈরি করে দেওয়ায় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ।