আজ সাগরমেলার উদ্বোধন মুখ্যমন্ত্রীর

Must read

প্রতিবেদন : আজ গঙ্গাসাগর মেলার (Gangasagar Mela) আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে মিলেনিয়াম পার্ক থেকে ভার্চুয়ালি মেলার উদ্বোধন করবেন তিনি। গতবছর সাগরের কপিলমুনির মন্দির থেকেই মেলার (Gangasagar Mela) উদ্বোধন করলেও এবার মেলার আগেই দুদিনের সাগর-সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। গঙ্গাসাগর মেলার যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখেন রাজ্যের প্রশাসনিক প্রধান। ব্যবস্থাপনা নিয়ে জেলা ও পুলিশ প্রশাসনকে দেন একের পর এক নির্দেশ। কাকদ্বীপের লট-৮ থেকে সাগরের কপিলমুনির মন্দির প্রাঙ্গণ পর্যন্ত জায়গা ভাগ করে পুণ্যার্থীদের যাবতীয় সুবিধা-অসুবিধার দায়-দায়িত্ব দিয়েছেন রাজ্যের ১০ মন্ত্রীকে। বাংলাদেশে অশান্তির কারণে সাগরে নিরাপত্তায় বাড়তি জোর দিতে বলেছেন। এদিকে, গঙ্গাসাগর মেলার আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই কাকদ্বীপের লট-৮ থেকে কচুবেড়িয়ার দিকে ভিড় বাড়ছে পুণ্যার্থীদের। সপ্তাহের শুরু থেকেই শ’য়ে শ’য়ে পুণ্যার্থী কপিলমুনির দর্শনে ভিড় বাড়িয়েছেন। বাবুঘাটের ট্রানজিট ক্যাম্পেও ইতিমধ্যেই এসে পড়েছেন সাধু-সন্ত থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের তীর্থযাত্রীরা। গতবারই পুণ্যার্থীদের সংখ্যা ১ কোটি ছাড়িয়ে গিয়েছিল। এবার সেই সংখ্যাটা আরও অনেকটাই বাড়বে বলে মনে করছে জেলা প্রশাসন।

আরও পড়ুন- বিজেপিতে যোগের ফরমান না মানায় আক্রান্ত তৃণমূল নেতা, মহিলাদের গায়ে হাত

Latest article