দীপাবলির আগেই দাম বাড়ল সিএনজি ও পিএনজির

Must read

নয়াদিল্লি : উৎসবের মরশুমে আবারও মূল্যবৃদ্ধির ধাক্কা সাধারণ মানুষকে। শনিবার রাজধানীতে সিএনজি ও পিএনজির (CNG-PNG) দাম প্রতি কেজিতে বেড়েছে ৩ টাকা। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার ১ অক্টোবর থেকে প্রাকৃতিক গ্যাসের দাম ৪০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেয়। তারপরই দাম বাড়ল সিএনজি ও পিএনজির। চার মাস পর দাম বাড়ল সিএনজির। অন্যদিকে দুমাস পর দাম বাড়াল পিএনজির। পিএনজি হল পাইপের মাধ্যমে সরবরাহ করা রান্নার গ্যাস। এদিন দাম বৃদ্ধির ফলে দিল্লিতে প্রতি কেজি সিএনজির দাম ৭৫.৬১ টাকা থেকে বেড়ে হল ৭৮.৬১ টাকা। পাশাপাশি প্রতি ঘন মিটার পিএনজির দাম ৫০.৫৯ টাকা থেকে বেড়ে ৫৩.৫৯ টাকা হয়েছে। চলতি বছরের ৭ মার্চ থেকে দিল্লিতে ১৪ বার সিএনজির দাম বেড়েছে। ২০২১ সালের এপ্রিল থেকে এ পর্যন্ত দিল্লিতে সিএনজির দাম প্রতি কেজিতে ৩৫.২১ টাকা বা প্রায় ৮০ শতাংশ বেড়েছে। একই সময়ে পিএনজি-র দাম এ পর্যন্ত ১০ গুণ বাড়ানো হয়েছে। তবে শুধু দিল্লি নয়, নয়ডা, গ্রেটার নয়ডা, গাজিয়াবাদ এবং গুরুগ্রামের পাশাপাশি উত্তর প্রদেশের কানপুর এবং রাজস্থানের আজমেরের মতো একাধিক শহরেও সিএনজি এবং পিএনজির (CNG-PNG) দাম বাড়ানো হয়েছে।

আরও পড়ুন-

Latest article