ভেবেচিন্তে কোচ বেছে নাও, বার্তা সৌরভের, প্রাক্তন অধিনায়কের পোস্ট ঘিরে জল্পনা

বৃহস্পতিবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে প্রাক্তন ভারত অধিনায়ক লেখেন, ‘একজনের জীবনে কোচের ভূমিকা বিরাট তাৎপর্যপূর্ণ

Must read

প্রতিবেদন : ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না—এই প্রবাদ বাক্য কমবেশি সকলেই শুনেছেন। যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বা কোনও গুরুত্বপূর্ণ কাজ করার আগে ভেবেচিন্তেই করা উচিত। কারণ, সেই সিদ্ধান্ত বা কাজের পরিণতি ভাল নাও হতে পারে। ভারতীয় ক্রিকেট দলের নতুন হেড কোচ বাছাইয়ের ক্ষেত্রেও বিচক্ষণতার পরিচয় দেওয়া উচিত। বিসিসিআই-কে এমনই পরমার্শ দিয়েছেন ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন-পড়ুয়াদের জন্য নতুন সিলেবাসের বইয়ের পিডিএফ আপলোড করল শিক্ষা সংসদ

প্রাক্তন বোর্ড প্রধানের এই পরামর্শ কি বিরাট কোহলি এবং অনিল কুম্বলের বিতর্কিত এপিসোডকে মাথায় রেখেই? কারণ, সৌরভ নিজে সেবার কুম্বলেকে কোচ নিয়োগ করে পরে চরম বিড়ম্বনায় পড়েছিলেন। হতে পারে কুম্বলে-পর্ব মাথায় রেখেই এদিন বোর্ডকে পরোক্ষে পরামর্শ দিয়েছেন সৌরভ। তারপর থেকেই জোর গুঞ্জন শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে প্রাক্তন ভারত অধিনায়ক লেখেন, ‘একজনের জীবনে কোচের ভূমিকা বিরাট তাৎপর্যপূর্ণ। তাঁদের পরামর্শ এবং অক্লান্ত পরিশ্রমই মাঠে এবং মাঠের বাইরে যে কোনও মানুষের ভবিষ্যৎ গড়ে দেয়। তাই বিচক্ষণতার সঙ্গে কোচ এবং প্রতিষ্ঠান বেছে নেওয়া উচিত।’’

আরও পড়ুন-বাড়তি আরও ৪ শতাংশ ডিএ পেলেন রাজ্য সরকারি কর্মীরা

টি-২০ বিশ্বকাপের পর রাহুল দ্রাবিড়ের জায়গায় ভারতীয় দলের হেড কোচ হিসেবে নতুন কেউ দায়িত্ব নেবেন। শোনা যাচ্ছে, কেকেআরের মেন্টর গৌতম গম্ভীরের নাম কোচ হিসেবে নাকি চূড়ান্ত। তার মধ্যেই হঠাৎ সৌরভের ‘পরামর্শ’ জল্পনা বাড়িয়েছে। প্রশ্ন উঠছে, তবে কি সৌরভ নিজেই কোচ হতে আগ্রহী?
অনেকের আবার মনে হচ্ছে, গম্ভীরের নাম সামনে আসায় বোর্ডকে সতর্ক করে দিতে চেয়েছেন সৌরভ। অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে নাইট মেন্টরের সম্পর্ক ভাল হলেও বিরাট কোহলির সঙ্গে গম্ভীরের ব্যক্তিত্বের সংঘাত যে লাগবে না, তা জোর গলায় বলতে পারবেন না কেউ। বিশেষ করে দু’জনের মধ্যে অতীত রেষারেষির ছবিটা ভোলার নয়। তা যতই এবারের আইপিএলে দু’জন মৈত্রীর বার্তা দিন। তাছাড়া কুম্বলে-কোহলি এপিসোডই বা কীভাবে ভুলবেন সৌরভ?

Latest article