নয়াদিল্লি : রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারীকরণের তালিকায় এবার কোল ইন্ডিয়া (Coal india)। মোদি সরকার (Modi Government) ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে, কেন্দ্র কোল ইন্ডিয়ার অংশীদারিত্ব আরও কমাতে চায়। রাষ্ট্রায়ত্ত সংস্থা কোল ইন্ডিয়ার ৩ শতাংশ অংশীদারি বিক্রি করে মোদি সরকারের লক্ষ্যমাত্রা ৪ হাজার ২০০ কোটি টাকা উপার্জন করা। কেন্দ্রীয় সরকারের বিলগ্নীকরণের ক্ষেত্রে নিঃসন্দেহে সবচেয়ে বড় পদক্ষেপ কোল ইন্ডিয়ার বিলগ্নীকরণ। কেন্দ্রীয় সরকারের বিলগ্নীকরণের দায়িত্বে থাকা সংস্থা ডিপমের তরফে জানানো হয়েছে, প্রত্যাশার থেকে অনেক বেশি চাহিদা রয়েছে। ফলে অতিরিক্ত অংশ বিক্রির প্রস্তাবও কার্যকর করবে সরকার।
চাহিদা বৃদ্ধি হলে অতিরিক্ত ১.৫ শতাংশ শেয়ারও বিক্রি করার প্রস্তাব রাখা হয়েছে। কোল ইন্ডিয়াতে (Coal india) কেন্দ্রীয় সরকারের অংশীদারিত্ব রয়েছে ৬৬.১৩ শতাংশ। খুচরোয় বিনিয়োগকারীরা কোল ইন্ডিয়ার জন্য দরপত্র দিতে পারবেন শুক্রবার এবং খুচরোর বাইরে থাকা বিনিয়োগকারীদের জন্য বৃহস্পতিবার নির্ধারণ করা হয়েছে। অনেকদিন ধরেই কেন্দ্রীয় সরকার রেল, বিমানবন্দর-সহ একাধিক রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ার বিক্রি করেছে কিংবা তার চেষ্টা করে যাচ্ছে। সেখানেই নতুন সংযোজন কোল ইন্ডিয়া। সাধারণভাবে কোষাগার ভরাতেই রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ার বিক্রির পরিকল্পনা।
আরও পড়ুন-মণিপুরের বিজেপি সরকারের উপর রাজ্যবাসীর আস্থা নেই
চলতি অর্থবর্ষে ৫১,০০০ কোটি টাকার বিলগ্নীকরণ করার লক্ষ্যমাত্রা রেখেছে মোদি সরকার। কোল ইন্ডিয়ার শেয়ার বিক্রির ফলে সেই লক্ষ্যমাত্রার পথে সরকার কিছুটা এগিয়ে যাবে বলে মনে করছে ডিপম। অন্যদিকে লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ার বিক্রি নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছে বিরোধীরা। তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার বলেন, কোল ইন্ডিয়ার ৩ শতাংশ অংশীদারি বিক্রি করবে সরকার। শেয়ার প্রতি ২২৫ টাকা প্রাথমিক মূল্য নির্ধারণ করা হয়েছে। কেন? ৪,১৫৮ কোটি টাকার প্রয়োজন সেইজন্য এই সিদ্ধান্ত নাকি বিমানবন্দরের মতো এই সমস্ত সম্পদ ছাড়ের মূল্যে বন্ধু পুঁজিপুতিদের হাতে তুলে দেওয়ার জন্য?
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…