কয়লাবোঝাই মালগাড়িতে আগুন বেলদায়, গার্ডের তৎপরতায় রক্ষা

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের স্মৃতি এখনও তাজা। তার মাঝেই বড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল ওড়িশাগামী এক কয়লাবোঝাই মালগাড়ি

Must read

সংবাদদাতা, বেলদা : রেলের যেন কিছুতেই হুঁশ ফিরছে না। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের স্মৃতি এখনও তাজা। তার মাঝেই বড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল ওড়িশাগামী এক কয়লাবোঝাই মালগাড়ি। জানা গিয়েছে, কয়লা বোঝাই করে নিমপুরা ইয়ার্ড থেকে খড়্গপুর ডিভিশনের ওড়িশার দিকে যাওয়ার সময় মালগাড়ির দুটি বগি থেকে ধোঁয়া বেরোতে দেখেন রেলের গার্ড। চালককে খবর দিলে চালক ট্রেনটিকে পশ্চিম মেদিনীপুরের বেলদা রেল স্টেশনে দাঁড় করান। খবর দেওয়া হয় দমকলে।

আরও পড়ুন-উন্নয়নের বার্তা দিয়ে প্রচার শুরু করলেন কৃষ্ণ কল্যাণী

দমকলের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। চলন্ত মালগাড়ির একটি বগিতে আগুন লেগে গিয়েছিল। সেই আগুন দেখতে পেয়ে গার্ড চালককে বিষয়টি জানান। আগুন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ব্রেক কষেন মালগাড়ির চালক। খবর দেওয়া হয় স্থানীয় স্টেশন মাস্টারকে। ঘটনাস্থলে আসেন স্টেশন মাস্টার-সহ রেলের কর্মীরা। ওঁরা সকলে মিলেই আগুন নেভানোর কাজ শুরু করেন। খবর দেওয়া হয় দমকলকেও। দমকলকর্মীরা কয়লায় ধরে যাওয়া আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ফের গন্তব্যে রওনা হয় ট্রেনটি। গার্ড সতর্ক থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। রেলে একের এক এক দুর্ঘটনায় আতঙ্ক ছড়াচ্ছে।

Latest article