সংবাদদাতা, জলপাইগুড়ি: বেআইনি কয়লা পাচারে বিএসএফ এবং বিজেপির যোগই যে বেশি এই দাবি বারবার তুলেছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। তা যে ভুল নয়, তার প্রমাণ মিলল। বিজেপি-শাসিত অসম থেকে অবাধে কয়লা ঢুকছে বাংলায়, এই ঘটনা প্রকাশ্যে চলে এসেছে। রাজ্য সরকারের প্রশাসনের চোখে ধুলো দিয়ে চলছে এই কয়লা কারবার। ফলে প্রচুর রাজস্ব ক্ষতি হচ্ছে রাজ্য সরকারের। এক শ্রেণির চোরাকারবারি লাগাতার পাচার চালিয়ে যাচ্ছে। গাড়ি পার করিয়ে দেওয়ার জন্য গাড়ি প্রতি ৮০-৯০ হাজার টাকা নেওয়া হয় বলে খবর। এই সব টাকাই চলে যায় ওই চোরাকারবারিদের পকেটে। মাঝেমধ্যে পুলিশের (West Bengal Police) জালে ধরা পড়ছে কয়লাভর্তি কিছু গাড়ি। কিন্তু সব সময় গাড়িগুলো ধরা সম্ভব হয়ে ওঠে না। অসম থেকে বাংলার শ্রীরামপুর ও বক্সিরহাট সীমান্ত দিয়ে গাড়িগুলি ঢুকছে। সেখান থেকে বিহারে যায় এই কয়লা। সপ্তাহ দুয়েক আগে নাকা চেকিংয়ের সময় ময়নাগুড়ি থানার পুলিশের হাতে ধরা পড়ে বেশ কয়েকটি কয়লাভর্তি ট্রাক। যাদের বাংলায় প্রবেশের বৈধ অনুমতি ছিল না। পুলিশ (West Bengal Police) জানতে পারে, এর সঙ্গে ডুয়ার্সের একজন আর একজন শিলিগুড়ির অবাঙালি ব্যক্তি জড়িত। এ ছাড়াও আরও কিছু লোক জড়িত রয়েছে।