নতুন বছরের প্রথম রবিবারে আচমকা ভেঙে পড়ল সেনাবাহিনীর হেলিকপ্টার (Coast Guard Chopper)। ৫ জানুয়ারি গুজরাটে পোরবন্দরে ভেঙে পড়ে উপকূলরক্ষী বাহিনীর একটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার। সূত্রের খবর, দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। যদিও মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। আজ, দুপুরে হঠাৎ করেই পোরবন্দরে একটি খোলা মাঠে উপকূলরক্ষী বাহিনী এএলএইচ ধ্রুব কপ্টার ভেঙে পড়ে। মাঠে পড়ার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয় ও আগুন ধরে যায়।
আরও পড়ুন-ছত্তীসগঢ়ের চার জেলায় রাতভর সংঘর্ষে হত ৪ মাওবাদী, মৃত এক পুলিশকর্মী
ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটল, কী কারণে হেলিকপ্টারটি ভেঙে পড়ল, সেটা যদিও এখনও জানা যায়নি। জানা গিয়েছে, রুটিন টহল চলাকালীন হঠাৎ ভেঙে পড়ে কপ্টারটি। দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের উদ্ধার করে সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ভারতীয় নৌসেনা, সেনাবাহিনী, বায়ুসেনা এই কপ্টার ব্যবহার করে। উপকূল বাহিনী সহ মোট চার বাহিনী মিলিয়ে মোট ৩২৫টি এএলএইচ ধ্রুব কপ্টার রয়েছে। দুই বছর আগে এএলএইচ ধ্রুব কপ্টারে বেশ কিছু খামতি ধরা পড়ে। কপ্টার ল্যান্ড করানোর সময় দুর্ঘটনার মুখে পড়ে। সেই সময় কপ্টারের ব্যবহার নিয়েও প্রশ্ন ওঠে।