কানপুরে নববধূকে ঘরে আটকে ছাড়া হল কোবরা

রিজওয়ানার অভিযোগের ভিত্তিতে পুলিশ শাহনাওয়াজ, তার বাবা-মা, বড় ভাই, বোন এবং আরও তিনজনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছে।

Must read

যোগীর কানপুরে (Kanpur) পণ শোধে অপারগ তরুণীকে ঘরবন্দি করে সাপ ছেড়ে দিল শ্বশুরবাড়ির লোকজন। ১৮ সেপ্টেম্বর রাতে সাপের ছোবলে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিনি কিন্তু পরিবারের কেউ বাঁচাতে আসে নি। মহিলার বোন খবর পেয়ে এসে তাঁকে হাসপাতালে ভর্তি করান। জানা গিয়েছে, তরুণীর নাম রেশমা। তাঁর বোন রিজওয়ানা এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন রেশমাকে এটি ঘরে আটকে রাখা হয়েছিল, সাপটি ড্রেন দিয়ে ছেড়ে দেওয়া হয়। অনেক রাতে সাপটি পায়ে ছোবল দিলে উনি চিৎকার করলেও কেউ সাহায্য করতে আসেনি উল্টে বাইরে দাঁড়িয়ে হাসাহাসি করছিলেন পরিবারের লোকজন। কোনরকমে রেশমা ফোনে রিজওয়ানার সঙ্গে যোগাযোগ করেন। রিজওয়ানা এসে তাঁকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঘটনার রাতে, রেশমাকে জোর করে একটি পুরানো, অব্যবহৃত ঘরে আটকে রাখা হয়েছিল। তারপরেই প্ল্যান করেই অভিযুক্তরা ঘরের ড্রেন দিয়ে একটি কোবরা সাপ ছেড়ে দেয় বলে অভিযোগ।

আরও পড়ুন-সত্য-সাহস-ধার্মিকতা আঁধারের বিরুদ্ধে জয়লাভ করে: নবরাত্রির শুভেচ্ছা মুখ্যমন্ত্রী ও অভিষেকের

জানা গেছে, রেশমা ২০২১ সালের ১৯ মার্চ শাহনাওয়াজকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের জন্য অত্যাচার শুরু করে রেশমার ওপর। প্রথমে তাঁর পরিবার ১.৫ লাখ টাকা দিয়েছিল, কিন্তু তারপরেও ৫ লাখ টাকার দাবি পূরণ না হওয়ায় অশান্তি শুরু হয় কিন্তু তারা যে এই ধরণের কোন ঘটনা ঘটাবেন সেই কথা স্বপ্নেও চিন্তা করতে পারে নি কেউ। রিজওয়ানার অভিযোগের ভিত্তিতে পুলিশ শাহনাওয়াজ, তার বাবা-মা, বড় ভাই, বোন এবং আরও তিনজনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছে। হত্যার চেষ্টা অভিযোগও করা হয়েছে। গোটা বিষয়টি এখন তদন্তাধীন এবং পুলিশ অভিযুক্তদের খোঁজ করছে।

আরও পড়ুন-অভিষেকের দাপটে ফের পাক বধ

এই ঘটনাটি যোগীরাজ্যে যৌতুক এর ফলে নির্যাতনের নৃশংস পরিণতি আরো একবার প্রকাশ্যে আনল। বিজেপি রাজ্যে এ যেন এক সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে যা ক্রমশ বেড়েই চলেছে। উত্তরপ্রদেশে নারীদের সুরক্ষা যে একেবারেই তলানিতে সেই বিষয়ে আর সন্দেহের অবকাশ নেই।

Latest article