মাওবাদী-মুক্ত ভারত তৈরী করতেই যুদ্ধকালীন তৎপরতায় মাঠে নেমে পড়েছে নিরাপত্তারক্ষীরা। বস্তারে আঁটোসাঁটো হচ্ছে নিরাপত্তা। মাওবাদীদের (Maoist) টিকে থাকার লড়াইয়ে ‘সেফ জোন’ হয়ে উঠেছিল ছত্তীসগঢ়ের এই এলাকা। কিন্তু সময়ের সাথে পাল্টে গিয়েছে বস্তারের ‘ডেমোগ্রাফি’। অনেকটাই মাওবাদী-মুক্ত হয়েছে এলাকা কিন্তু সম্পূর্ণ নয়। এবার ছত্তীসগঢ়ে মাওবাদী এলাকায় খুলছে আরও ৩০টি আধাসেনার ঘাঁটি।
আরও পড়ুন-ধর্ষণে অভিযুক্তের শাস্তির দাবিতে যোগীর বাসভবনের সামনে আত্মহত্যার চেষ্টা তরুণীর
স্বরাষ্ট্র দফতর সিআরপিএফ জওয়ানের মাওবাদী দমনকারী বিশেষ ইউনিট কোবরা ব্যাটালিয়নের জন্য এই ৩০ ঘাঁটি তৈরি করতে চলেছে। কোবরা ব্যাটালিয়ন লুকিয়ে থাকা শীর্ষ স্তরের মাওবাদী নেতাদের খতম করবে। শুক্রবার ছত্তীসগঢ়ের রাজধানী রায়পুরে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয় এবং সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন, সিআরপিএফের ডিজি জ্ঞানেন্দ্র প্রতাপ সিংহ, আইবি প্রধান তপন ডেকা, ছত্তীসগঢ় পুলিশের ডিজি অরুণ দেব গৌতম-সহ আরও বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক। বৈঠকে বস্তার-সহ গোটা ছত্তীসগঢ় জুড়ে বিশেষ এলাকা বাছাই করে শীর্ষ মাওবাদী নেতাদের নিধনে ৩০টি নতুন ঘাঁটি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।