কফি হাউসে নির্মাণ বিতর্ক : হেরিটেজে হাত দেওয়ার অধিকার নেই, গর্জন মেয়রের

কলকাতার ঐতিহ্য কফি হাউসের নিচে নির্মাণ! গর্জে উঠলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

Must read

প্রতিবেদন : কলকাতার ঐতিহ্য (Heritage) কফি হাউসের নিচে নির্মাণ! গর্জে উঠলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। মহানাগরিকের স্পষ্ট বার্তা, শহরের হেরিটেজে হাত দেওয়ার অধিকার কারও নেই! তাঁর নির্দেশে এই নিয়ে দ্রুত পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পুরসভার হেরিটেজ বিভাগ।
মঙ্গলবার কলেজ স্ট্রিটের কফি হাউসের একতলার পিলার ভাঙা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। জানা গিয়েছে, কফি হাউসের একতলার অংশ কিনে কোনও এক ব্যবসায়ী সম্প্রসারণের কাজ করতে গিয়েছিলেন। তার জন্য কফি হাউস বিল্ডিংয়ের নিচের অংশের তিনটি পিলার ভাঙাচোরার কাজ শুরু হয়। তার সামনে দোকান হওয়ার কথা ঠিক ছিল। কিন্তু মঙ্গলবার সকালে সেই কাজ শুরু হতেই প্রথমে কফি হাউসে আসা লোকজন ও তারপর কর্তৃপক্ষের নজরে আসে। বিল্ডিং সম্প্রসারণের নামে থাম ভেঙে দেওয়া হয়েছে বলে দাবি স্থানীয় ও কফি হাউসপ্রেমীদের।

আরও পড়ুন-দু’সপ্তাহেই শেষ করতে হবে উপাচার্য নিয়োগ, রাজ্যপালের ভূমিকায় ক্ষুদ্ধ শীর্ষ আদালত

কফি হাউসে আসা লোকজনের প্রতিবাদে সঙ্গে সঙ্গে কাজ বন্ধ হয়। খবর দেওয়া হয় পুলিশ ও পুরসভায়। বুধবার এই নিয়ে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, হেরিটেজে হাত দেওয়ার অধিকার কারও নেই। আমি পুরসভার প্রতিনিধি পাঠাচ্ছি। পুলিশকে বলেছি। কঠোর পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে আইনত ব্যবস্থাও নেব। এই ঘটনার তীব্র প্রতিবাদে সরব হয়েছেন সাধারণ মানুষ। বুধবার পুরসভায় গিয়ে মেয়রকে চিঠি দিয়ে অভিযোগও জানিয়েছেন একদল প্রতিবাদী।

Latest article