শৈত্যপ্রবাহ উত্তর ভারতে, ৫ ডিগ্রির নীচে পারদ

আজ, বৃহস্পতিবার সকাল ৭টায় দিল্লির বেশ কয়েকটি এলাকার বাতাসের গড় গুণমান সূচক ছিল ২৯৯, যা ‘খারাপ’ পর্যায়ে পড়ে।

Must read

বৃহস্পতিবার সকাল থেকেই দিল্লি (Delhi) এবং পার্শ্ববর্তী অঞ্চল ধোঁয়াশার পুরু আস্তরণে ঢেকে গিয়েছে। কিছু জায়গায় দৃশ্যমানতা নেমে গিয়েছে ১০ মিটারে। এই অবস্থায় একাধিক দিল্লিগামী ট্রেনের সময়সূচি বদলানো হয়েছে। বেশির ভাগ ট্রেনই নির্ধারিত সময়সূচি থেকে কমপক্ষে পাঁচ থেকে ১০ ঘণ্টা দেরিতে চলছে। রেল তরফে খবর, অমৃতসর-সতখন্দ এক্সপ্রেস চলছে ২৩ ঘণ্টা দেরিতে। শৈত্যপ্রবাহ শুরু হল দিল্লি-সহ উত্তর ভারতে। বৃহস্পতির ভোরেও ধোঁয়াশার দাপট না কমায় ব্যাহত হল রেল ও বিমান পরিষেবা। আবহাওয়া দফতর সূত্রে খবর, কুয়াশার দাপট শুক্রবার পর্যন্ত থাকবে।

আরও পড়ুন-মানালিতে প্যারাগ্লাইডিংয়ের সময় নীচে পড়ে মৃত্যু পর্যটকের

আজ সকালে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বুধবারের থেকে এক ধাক্কায় ২ ডিগ্রি নেমে গিয়েছে পারদ। আপাতত কয়েক দিন দিল্লি-সহ উত্তর ভারতের সর্বনিম্ন তাপমাত্রা আরও কমবে। ঘন কুয়াশা থাকবে তাছাড়া সপ্তাহের শেষের দিকে উত্তরের রাজ্যগুলিতে বৃষ্টির পূর্বাভাস আছে ।

আরও পড়ুন-মালদহ শহর সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে ৬ বছরের জন্য বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস

তবে কিছুদিন হল দিল্লিতে বাতাসের গুণগত মান বা একিউআই-এর কিছুটা হলেও উন্নতি হয়েছে। ‘ভয়ানক’ পর্যায় থেকে নেমে ‘খুব খারাপ’ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। আজ, বৃহস্পতিবার সকাল ৭টায় দিল্লির বেশ কয়েকটি এলাকার বাতাসের গড় গুণমান সূচক ছিল ২৯৯, যা ‘খারাপ’ পর্যায় হিসেবে চিহ্নিত।

Latest article