সংবাদদাতা, কাটোয়া : হিমঘরে মজুত আলু নিয়ে আতান্তরে পূর্ব বর্ধমান জেলার হিমঘর কর্তৃপক্ষ। হিমঘর থেকে আলু বের করার সময়সীমা শেষ হয়েছে গত শনিবার। জেলার ৯৯টি হিমঘরে ১১ লক্ষ ৬৮ হাজার ২৫০ টন আলু মজুত হয়েছিল। সময়সীমা পেরনোর পর এই আলুর প্রায় ছয় শতাংশ (৭০ হাজার ৯৫ টন) হিমঘরগুলিতে রয়ে গিয়েছে।
আরও পড়ুন-বাইক-কেরামতি দেখিয়ে লিমকা ওয়ার্ল্ড রেকর্ডে শতাব্দী
আলু না নিলে এই আলু নিলাম করে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন হিমঘর মালিকরা। আলু রাখার সময় দর ছিল বস্তাপ্রতি ৭৫০ টাকার উপর। এখন তা ৩৫০ টাকায় নেমে গিয়েছে। লোকসানের ভয়ে হিমঘরের ভাড়া মিটিয়ে আলু তুলতে চাইছেন না অনেকেই। আবার গত মরশুমে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আলুর গুণমান ভাল হয়নি। এই সুযোগে ভিনরাজ্যের আলু বাজারে ছেয়ে গিয়েছে।