প্রতিবেদন : শীত (Winter) আসতে ঢিলেমি করছিল। কিন্তু যখন এসেই পড়েছে তখন পুরো শৈত্যপ্রবাহ নিয়েই এসেছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ৪৮ ঘণ্টা চলবে শৈত্যপ্রবাহ। উত্তরের জেলায় বেশি থাকবে কুয়াশার দাপট। সোমবার পর্যন্ত অপরিবর্তিত থাকবে আবহাওয়া। কিন্তু সোমবারের পর আবার ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। আগামী সপ্তাহের শুরুতেই দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। একইসঙ্গে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। তাপমাত্রা খানিকটা বাড়লেও রাজ্যে জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় শৈত্যপ্রবাহের সতর্কবার্তা। উত্তরের জেলাগুলির পাশাপাশি কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়ায়। পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রির নিচে পারদ। কলকাতায় আরও ৩ দিন ১৫ ডিগ্রির নিচে থাকবে তাপমাত্রা। দার্জিলিংয়ের তাপমাত্রা ১ ডিগ্রি। কালিম্পং ৫ ডিগ্রি। অর্থাৎ দক্ষিণের পাশাপাশি উত্তরেও শৈত্যপ্রবাহের পরিস্থিতি।
আরও পড়ুন- ইউপিএসসিতে জয়জয়কার বাংলার, প্রথম ও দ্বিতীয় স্থানে দুই বঙ্গসন্তান