আগামী দুদিন শৈত্যপ্রবাহ, সতর্কবার্তা রাজ্যের দুই জেলাকে

আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে পশ্চিমের দুই জেলা - বীরভূম এবং পূর্ব বর্ধমানে বুধবার ও বৃহস্পতিবার শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে।

Must read

সোমবার এবং মঙ্গলবার রাতারাতি পারদ পতনে কাঁপছে গোটা দক্ষিণ বঙ্গ। কলকাতার (Kolkata) তাপমাত্রা ১০ ডিগ্রি ছোঁয়ায় কার্যত কলকাতায় বসেই দার্জিলিংয়ের আবহাওয়া উপভোগের আনন্দ শহরবাসীর। যদিও বুধবার থেকে দক্ষিণ বঙ্গের দুই জেলায় শৈত্য প্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর।

আরও পড়ুন-গদ্দার-ঘনিষ্ঠ নেতা রেলের চাদর চোর

আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে পশ্চিমের দুই জেলা – বীরভূম এবং পূর্ব বর্ধমানে বুধবার ও বৃহস্পতিবার শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে। সোমবার থেকেই বীরভূমের শ্রীনিকেতন, সিউড়ি দুই শহরের তাপমাত্রা ৬.২ ডিগ্রিতে পৌঁছেছে। যা পশ্চিমের অন্য জেলাগুলির সব শহরের থেকে সর্বনিম্ন। আগামী দুদিন সেই তাপমাত্রা আরও কমবে। সঙ্গে শৈত্য প্রবাহ কাঁপাবে পূর্ব বর্ধমানও। এর প্রভাব পড়বে নদিয়া জেলাতেও, সর্তকতা আবহাওয়া দফতরের।

আরও পড়ুন-ঘোষণার ২০ ঘণ্টার মধ্যে মামলা, সুপ্রিম-লড়াইয়ে তৃণমূল

গোটা উত্তর ভারত এবং উত্তর-পূর্ব ভারত জুড়ে গত কয়েক দিন ধরে তাপমাত্রার ব্যাপক নিম্নগামিতা ও ঘন কুয়াশার প্রভাব দেখা গিয়েছে। জাতীয় আবহাওয়া দফতর সতর্কতা জারি করেছে, বুধবার দেশের উত্তর-পশ্চিম থেকে উত্তর-পূর্ব পর্যন্ত অন্তত ২০টি রাজ্যে প্রবল কুয়াশার দাপট বজায় থাকবে। দিনের বেলায় সূর্যের আলো তো দূরের কথা, কুয়াশার জেরে দৃশ্যমানতা অত্যন্ত কমে যাবে। এই ২০টি রাজ্যের তালিকায় বাংলাও রয়েছে।

Latest article