বর্ষশেষের মুখে শৈত্যপ্রবাহের দাপট শুরু উত্তর ভারতে

Must read

নয়াদিল্লি : ডিসেম্বর শেষ হতে বাকি কয়েকদিন। এর মধ্যে প্রবল ঠান্ডায় কাঁপছে জাতীয় রাজধানী অঞ্চল সহ উত্তর-পশ্চিম ভারতের (Cold waves in northwest India) একাধিক রাজ্য। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, রবিবার থেকে দু’দিন দিল্লিতে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। সেই সঙ্গে ঘন কুয়াশার দাপট চলবে। বড়দিন উৎসবে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রির কাছাকাছি। একইসঙ্গে পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশে তীব্র ঠান্ডার পরিস্থিতি। আপাতত কয়েকদিন এই ঠান্ডার (Cold waves in northwest India) দাপট চলবে বলে পূর্বাভাস। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শনিবার থেকে পাঞ্জাব এবং হরিয়ানায় তীব্র ঠান্ডা পড়েছে। কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ে এই মরশুমের সর্বনিম্ন তাপমাত্রা ২.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।

আরও পড়ুন-বড়দিন নিয়েও বিজেপির কুৎসিত বিভাজনের রাজনীতি

এদিকে কাশ্মীর উপত্যকার একাধিক জায়গায় তুষারপাত হচ্ছে। তবে সোমবার থেকে কয়েকদিন মেঘলা আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। উচ্চতর অঞ্চলে হালকা থেকে মাঝারি তুষারপাতের সম্ভাবনা রয়েছে। কাশ্মীর বর্তমানে ‘চিল্লাই-কালান’-এর কবলে। শীতকালে এই অঞ্চলে ৪০ দিনের তীব্র শৈত্যপ্রবাহ থাকে এবং তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। এর ফলে উপত্যকার অনেক জায়গায় জলাশয়ের পাশাপাশি পাইপলাইনগুলিও বরফে জমে আছে। এই সময়ের মধ্যে তুষারপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি এবং সর্বোচ্চ। বেশির ভাগ এলাকায় ভারী তুষারপাত হয়, বিশেষ করে উঁচু এলাকায়। ‘চিল্লাই-কালান’ ২১ ডিসেম্বর শুরু হয় এবং ৩০ জানুয়ারি শেষ হয়। এর পরেও ‘চিল্লাই-খুর্দ’ (ছোট ঠান্ডা) ২০ দিন এবং ‘চিল্লাই-বাছা’ ১০ দিন থাকে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ সহ উত্তর-পশ্চিম ভারতের মানুষকে প্রচণ্ড ঠান্ডার মুখে পড়তে হবে। আগামী দু’দিন এই রাজ্যগুলিতে তীব্র শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এরপর দিল্লিতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন উভয় তাপমাত্রা প্রায় ২-৩ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। যদিও সোমবার থেকে কয়েকদিন পশ্চিমি ঝঞ্ঝার কারণে মেঘে ঢাকা থাকায় শীত থেকে সামান্য স্বস্তির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অধিদফতর।

Latest article