বঙ্গবাসীর আশা পূরণ করে ব্যাটিং শুরু করেছে শীত (Winter)। নভেম্বরের প্রথম সপ্তাহ শেষ হতে না হতেই পারদ পতনের যে প্রবণতা দেখা গেছিল তাকে অটুট রেখে বুধবারই মরশুমের শীতলতম দিন পেয়ে গেল কলকাতা (Kolkata Temperature) । আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রার ১৭ ডিগ্রিতে নেমেছে। পশ্চিমের জেলায় তাপমাত্রা ১৪ ডিগ্রি! আগামী কয়েক দিন পুরোপুরি শীতের আমেজ উপভোগ করা যাবে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore weather department)।
আরও পড়ুন-দিল্লি বিস্ফোরণে ধৃত বেড়ে ১৫, তদন্তের স্বার্থে দশ সদস্যের NIA টিম
হাওয়া অফিস জানিয়েছে উত্তরবঙ্গেও আপাতত পরিষ্কার আকাশ থাকায় আগামী পাঁচদিন তাপমাত্রা আরও কমবে। ভোরের দিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমার সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই। পশ্চিমী বাতাস বাধাপ্রাপ্ত না হওয়ায় দক্ষিণবঙ্গে শীতের আমেজ বজায় থাকবে গোটা সপ্তাহ জুড়ে।

