প্রতিবেদন : চরিত্রে পার্থক্য হয়তো অনেকটাই। কিন্তু শীতের প্রতিযোগিতায় দার্জিলিংয়ের সঙ্গে রীতিমতো পাল্লা দিচ্ছে পুরুলিয়া! এখনও পর্যন্ত আবহাওয়া দফতর থেকে পাওয়া তথ্য বলছে, মরশুমের শীতলতম দিন আজ, শনিবারই। কলকাতায় মাত্র দু’-রাতে পারদ-পতনের মাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার তাপমাত্রা দাঁড়িয়েছে ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলাগুলোতে আগামী ৪৮ ঘণ্টায় শৈত্যপ্রবাহের প্রবল সম্ভাবনা। পশ্চিমের প্রায় সব জেলাতেই শনিবার তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রির নিচে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, শৈলশহর দার্জিলিংয়ের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে পশ্চিমের পুরুলিয়া।
আরও পড়ুন-ভাঙতে হবে দক্ষিণেশ্বরের স্কাইওয়াক, মেট্রোর নয়া আবদারে ক্ষুব্ধ ফিরহাদ
শনিবার কুয়াশার চাদরে মোড়া দার্জিলিংয়ের তাপমাত্রা ৬.৬ ডিগ্রি সেলসিয়াস। আর পুরুলিয়ায় ৭.১ ডিগ্রি। ছুঁয়ে ফেলেছে প্রায়। তবে টেক্কা দিয়েছে গ্যাংটককে। শনিবার এই শৈলশহরের তাপমাত্রা ছিল ৭.৭ ডিগ্রি সেলসিয়াস। লক্ষণীয়, অন্তত শীতের মরশুমে পর্যটকদের আকর্ষণ করার ক্ষেত্রে ইতিমধ্যেই অকল্পনীয় সাফল্য পেয়েছে পুরুলিয়া। শনিবারের শীতের দাপট নিঃসন্দেহে কলকাতা তথা বাংলার ভ্রমণপিপাসুদের উপহার দিল এক মনোরম উইকএন্ড।