আগামী শিক্ষাবর্ষের জন্য কলেজ ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক স্তরে ছাত্র ভর্তির প্রক্রিয়া ১ জুলাই থেকে শুরু হবে। কেন্দ্রীয় ভাবে না হলেও বিগত কয়েক বছরের মতো এবারেও সর্বত্র ভর্তির যাবতীয় প্রক্রিয়া অনলাইনেই হবে বলে শিক্ষা দফতর জানিয়েছে। শুক্রবার রাজ্যের উচ্চশিক্ষা দফতরের জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, ১৫ জুলাইয়ের মধ্যে নিজস্ব অনলাইন ব্যবস্থার মাধ্যমে আবেদনপত্র জমা নেওয়ার কাজ শেষ করতে হবে এবং ২০ জুলাইয়ের মধ্যে মেধাতালিকা প্রকাশ করে ৩১ জুলাইয়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে। পঠনপাঠন শুরু হবে পয়লা অগাস্ট থেকে। ৭ দফার নির্দেশিকায় আরও বলা হয়েছে, পুরোপুরি মেধার ভিত্তিতেই ছাত্রছাত্রীদের ভর্তি করাতে হবে। কোনও ছাত্র বা ছাত্রীর থেকে আবেদনপত্র বা প্রসপেক্টাস নেওয়ার জন্য টাকা নেওয়া যাবে না। যাঁরা যোগ্য প্রার্থী হবেন, তাঁদের ইমেল বা চিঠির মাধ্যমে জানাতে হবে কলেজ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। ভর্তি প্রক্রিয়া চলাকালীন ছাত্রছাত্রীদের সশরীরে কলেজে আসার কোনও প্রয়োজন নেই।
আরও পড়ুন- বনগাঁয় নবজোয়ার যাত্রার প্রস্তুতি