প্রতিবেদন: আরজি কর-কাণ্ডের পরেও থামছে না নারী নির্যাতনের ঘটনা৷ প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে খবর আসছে মহিলাদের উপরে অত্যাচারের৷ উত্তরাখণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, এবার কর্নাটকের বেঙ্গালুরু। আরজি কর-কাণ্ডের পরে দেশের নানা প্রান্তে হওয়া নারী নির্যাতনের ঘটনা প্রশ্ন তুলে দিচ্ছে গোটা দেশের সামাজিক অবক্ষয় নিয়েই, মত ওয়াকিবহাল মহলের৷ সর্বশেষ নারী নির্যাতনের ঘটনার খবরটি এসেছে বেঙ্গালুরু থেকে, যেখানে ডিগ্রি কোর্সের ফাইনাল ইয়ারের এক ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে রবিবার কাকভোরে৷
আরও পড়ুন-ষড়যন্ত্রের আসল চেহারা
শহরের কোরামানগলা এলাকায় বন্ধুদের সঙ্গে গেট টুগেদার সেরে হেব্বাগোডি এলাকায় নিজের বাড়িতে ফেরার জন্য এক বাইক আরোহীর থেকে লিফট চেয়েছিলেন ওই ছাত্রী৷ আর সেই বাইক আরোহীই ছাত্রীকে ধর্ষণ করেছে বলে স্থানীয় পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন পড়ুয়া নিজেই৷ বেঙ্গালুরু পুলিশের এসিপি রামন গুপ্তা জানিয়েছেন, অভিযুক্ত বাইক আরোহী পলাতক৷ তার সন্ধান করা হচ্ছে পাঁচটি বিশেষ তদন্তকারী দল গঠন করে৷ শীঘ্রই অভিযুক্ত ধরা পড়বে বলেও দাবি জানান তিনি৷ এই ঘটনা সামনে আসতেই কংগ্রেস শাসিত রাজ্যের বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব রাজ্যের বিরোধী দলগুলি।