কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে কলেজছাত্রীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে শ্যুটআউট

নৃশংস ঘটনা কৃষ্ণনগরে (Krishnanagar)। সোমবার দুপুরে তরুণীর বাড়িতে ঢুকে কলেজছাত্রীকে গুলি করে খুন করার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে।

Must read

নৃশংস ঘটনা কৃষ্ণনগরে (Krishnanagar)। সোমবার দুপুরে তরুণীর বাড়িতে ঢুকে কলেজছাত্রীকে গুলি করে খুন করার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। জানা গিয়েছে, নিহত তরুণীর নাম ইশিতা মল্লিক (১৯)। এদিন দুপুরে আচমকাই এক যুবক ওই কলেজ ছাত্রীর বাড়ির দোতলায় উঠে এলোপাথারি গুলি চালাতে শুরু করেন। সোমবার, দুপুর আড়াইটে নাগাদ ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় সূত্রে খবর। আওয়াজ পেয়ে পুলিশের (Police) খবর দেন এলাকায় বাসিন্দারা। পুলিশ গিয়ে পৌঁছনোর আগেই তরুণীর মৃত্যু হয় বলে খবর। ছাত্রীটি আগে হালিশহরে থাকতেন। ইদানীং এই অঞ্চলে বসবাস করছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। আততায়ী যুবক তরুণীর পূর্বপরিচিত বলে প্রাথমিক তদন্তে অনুমান।

আরও পড়ুন-দক্ষিণ কলকাতার একাধিক বাজারে টাস্ক ফোর্সের হানা

পুলিশ সূত্রে খবর, প্রেমঘটিত কারণেই এই হত্যাকাণ্ড। মৃত তরুণীর নাম ইশিতা মল্লিক। তিনি এবছর উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। কাঁচরাপাড়ার বাসিন্দা বছর ২৩-২৪-এর দেবরাজ সিং-এর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। সম্প্রতি সেই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে চাইছিলেন ইশিতা। সেই আক্রোশেই তরুণীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছে বলে খবর। ইশিতার মা ও ভাই ঘটনার সময় বাড়িতেই ছিলেন। মায়ের জানান, দুপুরে একটি শব্দ পেয়ে তিনি ঘরের দিকে ছুটে যান। দেখেন ওই তরুণ আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে ঘর থেকে ছুটে পালাচ্ছেন। এর পরেই ঘরে গিয়ে মেয়ের রক্তাক্ত দেহ দেখতে পান। মৃতার দাদু জানান, ওই যুবকের বাড়ি উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়ায়।

আরও পড়ুন-দুর্গাপুজোর চাঁদা নিয়ে থানাগুলিকে লালবাজারের তরফে সতর্কতা

স্থানীয় সূত্রে খবর, কৃষ্ণনগরে আসার আগে ওই ছাত্রী কাঁচরাপাড়াতেই থাকতেন। ফলে ওই যুবক ছাত্রীর পূর্ব পরিচিত বলেই অনুমান। কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার কে অমরনাথ জানান, “মেয়েটির শরীরে দু’টি গুলির আঘাতের চিহ্ন রয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।“ আততায়ী যুবককে ধরতে আশেপাশের থানাগুলিকেও সতর্ক করে পুলিশ৷ শুরু হয় নাকা তল্লাশিও। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত দেবরাজকে আটক করা হয়েছে। সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই শ্যুটআউট কি না, খতিয়ে দেখছে পুলিশ৷

Latest article