প্রতিবেদন : রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা সফলভাবে নেওয়ার পর এবার কলেজে শিক্ষক ও গবেষক নিয়োগের পরীক্ষা নিতে চলেছে রাজ্য সরকার। আগামী ৮ জানুয়ারি স্টেট লেভেল এলিজিবিলিটি টেস্ট বা সেট নিচ্ছে কলেজ সার্ভিস কমিশন (State Level Eligibility Test)। টেটের মতো সেট (State Level Eligibility Test) পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে ইতিমধ্যে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে কমিশন।
আরও পড়ুন-অভাবী-মেধাবীদের জন্য রাজ্যের মানবিক উদ্যোগ
কমিশন সূত্রে জানা গেছে, প্রশ্নপত্র ফাঁস রুখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। যেসব কলেজ, বিশ্ববিদ্যালয়কে পরীক্ষার কেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়েছে, সেখানে থাকছে সিসিটিভি। প্রশ্নপত্র খোলা এবং বিলি করা, সব কিছুর দায়িত্বে থাকবেন নির্দিষ্ট আধিকারিক। কলেজ সার্ভিস কমিশনের পাশাপাশি এই নিয়োগ পরীক্ষায় থাকবেন ইউজিসির পর্যবেক্ষকও। কমিশন জানিয়েছে, ইউজিসির নির্দেশিকা মেনেই সমস্ত ব্যবস্থা করা হচ্ছে। পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে ইউজিসি থেকে বাড়তি কোনও নির্দেশিকা এলে, তা-ও মানা হবে বলে জানিয়েছে কমিশন। কলেজে অধ্যক্ষ এবং বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার পরীক্ষাকেন্দ্রের দায়িত্বে থাকবেন। কমিশনের পক্ষ থেকে ২ জন করে অধ্যাপককে পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। এই পরীক্ষায় এক্সিকিউটিভ অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যরা। তাঁদেরই নেতৃত্বেই পরীক্ষা হবে। মোট ৩৩টি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে ১১০টি কেন্দ্রে। প্রার্থীর সংখ্যা প্রায় ৮৫ হাজার। পোস্ট গ্র্যাজুয়েট স্তরে ৫৫ শতাংশ নম্বর পেয়ে যাঁরা পাশ করেছেন, তাঁরা এই পরীক্ষায় বসতে পারবেন।
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…