জয়মাল্যর নাম সুপারিশ করল কলেজিয়াম

Must read

প্রতিবেদন : সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে আর এক বাঙালি বিচারপতি জয়মাল্য বাগচীর নাম সুপারিশ করল সুপ্রিম কোর্ট-কলেজিয়াম। এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের সিনিয়র বিচারপতি জয়মাল্য বাগচী (joymalya bagchi)। কলেজিয়ামের সুপারিশ অনুযায়ী ২০৩১ সালের ২৫ মে বিচারপতি কেভি বিশ্বনাথনের অবসরের পর জয়মাল্য বাগচি (joymalya bagchi) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হবেন। ওই বছরের ২ অক্টোবর তিনি অবসর নেবেন। প্রায় ৬ মাস তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে কাজ করবেন। সূত্র বলছে, ২০১৩ সালে ১৮ জুলাই বিচারপতি আলতামাস কবির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসরের পর কলকাতা হাইকোর্ট থেকে কোনও বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হননি। সে ক্ষেত্রে জয়মাল্য বাগচী বাংলা থেকে ১৭ বছর পর বিচারব্যবস্থার সর্বোচ্চ পদে আসীন হবেন। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে একমাত্র একজন বিচারপতি কলকাতা হাইকোর্ট থেকে রয়েছেন। এই বিষয়টি কলেজিয়ামের নজরে রয়েছে। দেশের বিচারপতিদের সিনিয়ারিটি হিসেবে জয়মাল্য বাগচির সিরিয়াল নম্বর ১১।

আরও পড়ুন- ভোটার তালিকায় ভূতের উৎপাত

Latest article