বিচারপতি শিবজ্ঞানম কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতি

Must read

কলকাতা হাই কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হতে চলেছেন বিচারপতি টিএস শিবজ্ঞানম (TS Sivagnanam- Calcutta High Court)। আগামী মার্চ মাসে বর্তমান প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব অবসর নিচ্ছেন। সুপ্রিম কোর্টের কলেজিয়াম তাঁর জায়গায় বিচারপতি শিবজ্ঞানমকে নিযুক্ত করেছে। বৃহস্পতিবার তিন বিচারপতির কলেজিয়াম বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৩০ মার্চ প্রধান বিচারপতি শ্রীবাস্তবের মেয়াদ শেষ হচ্ছে। বিচারপতি শিবজ্ঞানম তাঁর স্থলাভিষিক্ত হবেন।

আরও পড়ুন-১৫টি জেলার ৯১১টি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনে মুখ্যমন্ত্রী

বিচারপতি শিবজ্ঞানমের (TS Sivagnanam- Calcutta High Court) জন্ম তামিলনাড়ুতে। ১৯৮৬ সালে আইনজীবী পেশায় আসেন। দীর্ঘ ২৩ বছর আইনজীবী পেশায় থাকার পর ২০০৯ সালে মাদ্রাজ হাই কোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে শপথ নেন বিচারপতি শিবজ্ঞানম। ২০১১ সালে স্থায়ী বিচারপতি হন। ১২ বছর বিচারপতি হিসাবে কাজ করার পর তাঁকে কলকাতা হাই কোর্টে স্থানান্তরিত করে সুপ্রিম কোর্ট। ২০২১ সালের ২৫ অক্টোবর হাই কোর্টের দ্বিতীয় প্রবীণ বিচারপতি (প্রধান বিচারপতির পরের স্থান) হিসাবে শপথ নেন বিচারপতি শিবজ্ঞানম।

Latest article