প্রতিবেদন : ১২ দিন অতিক্রান্ত। বাংলার বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউকে দেশে ফিরিয়ে আনতে ব্যর্থ কেন্দ্রের সরকার। রবিবার ভারতীয় সেনার হাতে এক পাকিস্তানি রেঞ্জার ধরা পড়ার পরেও পরিস্থিতির কোনও বদল হয়নি। এই পরিস্থিতিতে হুগলির (Hooghly) রিষড়ার অপহৃত সেনার পরিবারের পাশে দাঁড়িয়ে তাঁকে দ্রুত ঘরে ফেরানোর আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-শেষ দেখে ছাড়বেন শ্রমিকেরা, বড় লড়াইয়ের ডাক আইএনটিটিইউসির
সোমবার মুর্শিদাবাদ রওনা হওয়ার আগে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কেন্দ্রের সঙ্গে সহযোগিতার বার্তা দিয়েই মুখ্যমন্ত্রী জানান, অভ্যন্তরীণ নিরাপত্তায় আমাদের দল কেন্দ্রের সরকারের পাশে রয়েছে। দেশকে নিরাপত্তা দিতে গিয়েই পাকিস্তানি সেনার হাতে বন্দি বাংলার যুবক পূর্ণমকুমার সাউ। রিষড়ার পূর্ণমকে নিজের ভাই বলে জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দ্রুত ঘরে ফেরার প্রার্থনা করেন। মুখ্যমন্ত্রী বলেন, খুবই দুঃখের কথা। ওঁর পরিবারের সঙ্গে দলের তরফ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যোগাযোগ রেখেছেন। প্রশাসনের পক্ষ থেকেও যোগাযোগ রাখা হচ্ছে। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের রিষড়ার সাউ-ভাইকে ফিরিয়ে আনা হয়।