বঙ্গ

রাম-বামের অশান্তি তৈরির চক্রান্ত ব্যর্থ করে আজ আসুন ইনডোরে, শুনুন মুখ্যমন্ত্রীর কথা

প্রতিবেদন : যারা সমাধান চায় না, সেই কুচক্রীরা আজ নেতাজি ইনডোরের সভায় অশান্তি তৈরির ছক করছে। ব্যর্থ করে দিন এই গ্রুপগুলোর ষড়যন্ত্র। রবিবার স্পষ্ট ভাষায় একথা জানিয়ে দিল তৃণমূল কংগ্রেস। সেই সঙ্গে অনুরোধ, কোনওরকম প্ররোচনায় পা না দিয়ে আগে মুখ্যমন্ত্রীর পুরো বক্তব্য শুনুন। রবিবার, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, আমাদের কাছে খবর রয়েছে, নেতাজি ইনডোরের সভায় বিরোধী দলের মদতে একাংশ প্ররোচনা দিয়ে অশান্তির পরিবেশ তৈরি করতে পারে। তারা চায় না চাকরিহারারা মুখ্যমন্ত্রীর কথা শুনুক। আসলে তারা সমস্যার সমাধান চায় না। খবর রয়েছে, প্রলোভন দেখিয়ে লোক ঢোকানোর চেষ্টা হচ্ছে। উদ্দেশ্য একটাই, নির্বিবাদে যাতে মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনা না যায়। মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকার চায় জট খুলতে। বিরোধীরা তা চায় না। সিপিএম-বিজেপি একজোট হয়ে এই কাণ্ডটি করতে চাইছে। ছোট ছোট গ্রুপ করে লোক ঢুকিয়ে দিয়ে প্ররোচনা এবং অশান্তি তৈরির চেষ্টা চলছে। তৃণমূল কংগ্রেসের বক্তব্য, যারা প্ররোচনা দেবে তাদের প্রত্যাখ্যান করুন। তার কারণ, সিপিএম-বিজেপি চায় আপনারা চোখের জল ফেলুন আর সেই চোখের জলকে সামনে রেখেই তারা রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে। অন্যদিকে বাংলার মুখ্যমন্ত্রী চাইছেন সমস্যার সমাধান। চাইছেন জট খুলতে। চাইছেন চাকরিহারাদের চোখের জল মুছতে।

আরও পড়ুন-বাংলার মেয়েই দেশের আইডল

সিপিএম, বিজেপি-সহ বিরোধীদের বিরোধিতা আসলে নিজেদের পাপ ঢাকার চেষ্টা। ত্রিপুরার কথা ভুলে গেলে চলবে না। ত্রিপুরায় ১০,৩২৩ জনের চাকরি গিয়েছিল বাম আমলে। হতভাগ্যদের চাকরি ফেরত দিতে পারেনি। বিজেপি ক্ষমতায় এসেছিল এই প্রতিশ্রুতি দিয়ে যে চাকরিহারারা চাকরি ফেরত পাবেন। কিন্তু বিজেপি যে মিথ্যাচার করেছে তা ত্রিপুরার মানুষ দেখেছেন। মধ্যপ্রদেশে বিজেপির ব্যাপম দুর্নীতির কথা ভুললে চলবে না। সেই দুর্নীতির কোনও সুরাহা হয়নি। শুধু তাই নয়, দুর্নীতি ঢাকতে গিয়ে একের পর এক মৃত্যুর ছবিও দেখা গিয়েছে। বিরোধীরা নিজেদের এই সব পাপের ঘটনা ঢাকতে এখন নোংরা রাজনীতি করছে। এদিন তৃণমূল মুখপাত্র স্পষ্ট ভাষায় জানান, মুখ্যমন্ত্রীর গোটা বক্তব্য চাকরিপ্রার্থীরা শুনুন, ভেতরে গিয়ে কেউ অযথা অশান্তি তৈরির চেষ্টা করলে চিহ্নিত হয়ে যাবেন। যাঁরা বিপদে পড়েছেন তাঁদের মানসিক পরিস্থিতির কথা বোঝার চেষ্টা করুন। মুখ্যমন্ত্রী কোন ফর্মুলায় সমাধানের চেষ্টা করেন তা বোঝার চেষ্টা করুন। যারা প্ররোচনা দেবে তাদের প্রত্যাখ্যান করুন।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের রায়ে ২৫,৭৫২ জনের চাকরি গিয়েছে। যেভাবে যোগ্যদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে, তাতে পদ্ধতিগত দ্বিমত পোষণ করেছে তৃণমূল কংগ্রেস। এ-ব্যাপারে তৃণমূলের স্পষ্ট দুটি অবস্থান ব্যাখ্যা করেন তৃণমূল মুখপাত্র। প্রথমত, চাকরির দুর্নীতি নিয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, যারা অন্যায় করেছে, তাদের শাস্তি হোক। দল তাদের পাশে দাঁড়াবে না। একটি শব্দ উচ্চারণ করবে না। দ্বিতীয়ত, যোগ্যদেরও চাকরি খাওয়া হয়েছে। যোগ্য এবং অযোগ্যদের এক সঙ্গে মেলানো ঠিক হবে না। কোর্টের রায়ে স্পষ্ট করা হয়েছে কারা টাকা ফেরত দেবে আর কাদের টাকা ফেরত দিতে হবে না। এই কথাতেই পরিষ্কার হয় কারা যোগ্য আর কারা অযোগ্য। ইতিমধ্যেই জানা গিয়েছে ১২১২ জন র্যা ঙ্ক জাম্পিংয়ে অভিযুক্ত। ৪০৯১ জনের ওএমআর শিটে অসঙ্গতি রয়েছে। প্রশ্ন এখানেই। তাহলে বাকি ২০,৪৫০ জনের চাকরি খাওয়া হল কেন? শুধু এই অসঙ্গতি নয়, ওএমআর শিটের অনুসন্ধানে গাজিয়াবাদের পঙ্কজ বনশলের নাম এসেছে। তার ছাদ থেকে নাকি ওএমআর শিট পাওয়া গিয়েছে। এই নিয়ে প্রচুর প্রশ্ন এবং ধন্দ তৈরি হয়েছে। এ-বিষয়টি তদন্তের আওতায় আনা উচিত। পঙ্কজকে গ্রেফতার করে জেরা করা উচিত। অভিযোগ, বাংলাকে টার্গেট করে রাম-বাম রাজনৈতিক স্বার্থসিদ্ধিতে নেমেছে।

Jago Bangla

Recent Posts

জানুয়ারিতেই দ্বিতীয় দফায় ইন্টারভিউ, বিজ্ঞপ্তি পর্ষদের

প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…

15 minutes ago

‘অনুমোদন’ পোর্টালের জাতীয় স্বীকৃতি, ডিজিটাল পরিকাঠামোয় পুরস্কৃত রাজ্য সরকার

রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…

35 minutes ago

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্য, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…

2 hours ago

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

4 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

8 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

8 hours ago