হায়দরাবাদ, ২৫ এপ্রিল : চলতি আইপিএলে দু’বার সর্বাধিক রানের রেকর্ড গড়া সানরাইজার্স হায়দরাবাদ বৃহস্পতিবার লাস্টবয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরে গেল। আরসিবি-র ২০৬ রান তাড়া করে জিততে পারল না অরেঞ্জ আর্মি। ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে হায়দরাবাদ থেমে গেল ১৭১/৮ স্কোরে। ৩৫ রানে জয় আরসিবি-র। টানা হাফডজন হারের পর টুর্নামেন্টে দ্বিতীয় ম্যাচ জিতে প্লে-অফের ক্ষীণ আশা বাঁচিয়ে রাখল আরসিবি। সৌজন্যে বিরাট কোহলি ও রজত পাতিদারের হাফ সেঞ্চুরি। ঝোড়ো ব্যাটিংয়ে পাতিদার ম্যাচের সেরা। এদিন জিতেও ৯ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সবার নিচে ১০ নম্বরেই আরসিবি। হারলেও প্যাট কামিন্সের হায়দরাবাদ ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই।
আরও পড়ুন-বিজেপি বলছে চাকরি যাচ্ছে, কোর্টের নির্দেশে সেটাই মিলছে
রান তাড়া করতে নেমে ৮৫-৬ হয়ে যাওয়ার পর হায়দরাবাদ অধিনায়ক কামিন্স (১৫ বলে ৩১) একটা মরিয়া চেষ্টা করেছিলেন। শেষদিকে লড়াই করেন শাহবাজ আহমেদ (৩৭ বলে অপরাজিত ৪০)। কিন্তু ম্যাচ জেতার জন্য তা যথেষ্ট ছিল না।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আরসিবি। নিজেদের ২৫০তম আইপিএল ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২০৬ রান করে বেঙ্গালুরু। এদিনও বিরাট ও ডু’প্লেসির ওপেনিং জুটি ভাল শুরু করেছিল। ডু’প্লেসি (১২ বলে ২৫) ফিরলেও বিরাট (৪৩ বলে ৫১) হাফ সেঞ্চুরি করেন। তাঁর সঙ্গে রজত পাতিদারের তৃতীয় উইকেট জুটিতে ওঠে ৬৫ রান। পাতিদার (২০ বলে ৫০) বিস্ফোরক হাফ সেঞ্চুরি করেন। বিরাট, পাতিদার দু’জনকেই আউট করেন উনাদকাট। শেষ লগ্নে ক্যামেরন গ্রিনের (২০ বলে ৩৭ অপরাজিত) ঝোড়ো ব্যাটিংয়ের সৌজন্যে ২০০ পার করে হায়দরাবাদ। শততম ম্যাচে ৩ উইকেট উনাদকাটের।
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…