কামব্যাক বাগদা, রানাঘাটে তৃণমূলেই মতুয়া ভোট

তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরের কন্যার বয়স বর্তমানে ২৫ বছর। প্রথমবার ভোটের ময়দানে নেমেই বাগদায় জয়ী হলেন তিনি

Must read

প্রতিবেদন : মতুয়া ভোট ফিরল তৃণমূলের বাক্সে। মমতা বন্দ্যোপাধ্যায়ে আস্থা রেখে মতুয়ারা উজাড় করে ভোট দিতেই মতুয়া গড়ে তৃণমূলের কামব্যাক হল। বাগদা ও রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে জয়ী হল তৃণমূল কংগ্রেস। দুই কেন্দ্রে জয়ের ব্যবধানই বলে দিচ্ছে মতুয়ারা দু-হাত ভরে আশীর্বাদ করেছে তৃণমূল প্রার্থীদের। বাগদায় ৩৩ হাজার ৪৫৫ ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর এবং রানাঘাট দক্ষিণে ৩৯ হাজার ৪৮ ভোটে জয়ী হন মুকুটমণি অধিকারী। বাগদায় জিতে রাজ্যের সর্বকনিষ্ঠ বিধায়ক হতে চলেছেন মতুয়া পরিবারের সদস্য মধুপর্ণা।

আরও পড়ুন-ন্যায় সংহিতা ও নিট দুর্নীতি, তৃণমূলের প্রতিবাদ চলবে জানিয়ে দিলেন দলনেত্রী

তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরের কন্যার বয়স বর্তমানে ২৫ বছর। প্রথমবার ভোটের ময়দানে নেমেই বাগদায় জয়ী হলেন তিনি। ফিরিয়ে আনলেন মতুয়া ভোট। ১৩ বছর পর বাগদা কেন্দ্রে জয়ে ফিরল তৃণমূল। আর এক মতুয়াগড়় রানাঘাট দক্ষিণেও জয়ী হলেন তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। এই কেন্দ্রেও মতুয়া ভোট ফিরে এল তৃণমূলের বাক্সে। এই দুই কেন্দ্রেই লোকসভা ভোটে এগিয়ে ছিল বিজেপি। তা উপেক্ষা করে ৩৩ হাজার ও ৩৯ হাজারের বেশি ব্যবধান গড়ে তুলতে সক্ষম হয়েছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হিসেবে ঠাকুরবাড়ির মেয়ে মধুপর্ণার মতো নতুন মুখকে এনে মাস্টারস্ট্রোক দিয়েছেন। আর রানাঘাটে মুকুমণির উপর আস্থা রাখার সুফল পেয়েছেন। তাঁর মাস্টারস্ট্রোকেই মতুয়া ভোট ঘুরে গিয়েছে। আর তা ফিরে পেয়েই বিপুল জয় হাসিল করেছে তৃণমূল। দীর্ঘদিন বাদে মতুয়া গড় ফিরে পেয়ে স্বভাবতই খুশি তৃণমূল কর্মী-সমর্থকরা। মতুয়া-গড়ে মানুষ পাশে রয়েছেন, তাই জয়, জানিয়েছেন সর্বকনিষ্ঠ বিধায়ক মধুপর্ণা।

Latest article