প্রতিবেদন : ‘জাওয়াদ’-এর জের। পরিস্থিতি মোকাবিলায় এবার নবান্নে খোলা হল ইন্টিগ্রেটেড কমান্ড সেন্টার। নবান্নের পাশাপাশি দক্ষিণবঙ্গের যে দুই জেলার ওপর সতর্কতা জারি করা হয়েছে সেই দুই জেলাতেও ইন্টিগ্রেটেড কমান্ড সেন্টার খোলা হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন-ভাঙল বাঁধ ডুবল নৌকা
এই কমান্ড সেন্টারে বিদ্যুৎ, সেচ, বিপর্যয় মোকাবিলা, জেলা প্রশাসন, কৃষি, পূর্ত দফতর, পঞ্চায়েত, পুরসভা সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা রাতভর থাকবেন এবং তাঁরা প্রতেকেই সমন্বয় রেখে কাজ করবেন, নবান্নের তরফ থেকে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। যদিও আবহাওয়া দফতর সূত্রে খবর, ক্রমশ শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় জাওয়াদ।
রবিবার দুপুরে আর ঘূর্ণিঝড় রূপে নয়, মূলত গভীর নিম্নচাপের রূপ নিয়েই জাওয়াদ পুরীতে প্রবেশ করেছে। আবহাওয়াবিদদের দাবি, এই ঘূর্ণিঝড়ের কোনও সরাসরি প্রভাব পড়বে না বাংলায়।