দাম কমল বাণিজ্যিক গ্যাসের

Must read

পয়লা জুন লোকসভা ভোটের শেষ অর্থাৎ সপ্তম দফার ভোটগ্রহণ পর্ব চলছে গোটা দেশজুড়ে। বাংলা-সহ দেশের ৮টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ৫৭টি আসনে চলছে ভোট। এরইমধ্যে ১ জুন থেকে অর্থাৎ আজ থেকে দেশজুড়ে ১৯ কেজি তথা বাণিজ্যিক গ্যাসের (Commercial Cylinder) দাম কমল ৬৯ টাকা ৫০ পয়সা। ফলে কলকাতায় বাণিজ্য়িক গ্যাস সিলিন্ডারের দাম হল ১ হাজার ৭৮৯ টাকা ৫০ পয়সা, দিল্লিতে ১ হাজার ৬৭৬ টাকা, মুম্বইয়ে ১৯ কেজি এলপিজি গ্যাসের দাম দাঁড়াল ১ হাজার ৬২৯ টাকা। চেন্নাইয়ে দাম হল ১ হাজার ৮৪১ টাকা ৫০ পয়সা। চন্ডিগড়ে ১৬৯৭ টাকা, পটনায় ১৯৩২ এবং ভোপালে ১৭০৪ টাকা, উত্তরপ্রদেশে বাণিজ্যিক গ্যাস (Commercial Cylinder) ২০৫০ টাকায় পাওয়া যাবে ৷ তবে ১৪.২ কিলোগ্রামের রান্নার গ্যাসের দামে কোনও বদল করা হয়নি।

আরও পড়ুন-সপ্তাহান্তে চিন্তায় যাত্রীরা, আজ ও কাল বাতিল একাধিক লোকাল ট্রেন

 

Latest article