চাপে পড়ে কেন্দ্র সামান্য কমাল বাণিজ্যিক গ্যাসের দাম (Commercial Cylindar)। দেশজুড়ে শুক্রবার থেকে কার্যকর হল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের নয়া দাম। তেল বিপণন সংস্থাগুলি শুক্রবার থেকে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছে ৩৩ টাকা ৫০ পয়সা। ফলে রাজধানীতে বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম হয়েছে ১ হাজার ৬৩১ টাকা ৫০ পয়সা। তবে গৃহস্থের জন্য কোনও সুখবর নেই। কারণ ঘরোয়া সিলিন্ডারের দামের কোনও পরিবর্তন হয়নি।
আরও পড়ুন- পুজোয় বাড়ে জিডিপি, উৎসব বদলে দিয়েছে বাংলার অর্থনীতি
চলতি বছরে একাধিকবার বাণিজ্যিক গ্যাসের (Commercial Cylindar) দাম কমেছে। জুলাই মাসে ৫৮ টাকা ৫০ পয়সা কমার পর অগাস্টে ফের সাড়ে ৩৩ টাকা দাম কমল। ফলে এলপিজির খরচে রেস্তোরাঁ, হোটেল, ক্যাটারিং সার্ভিসের মতো ব্যবসায় কিছুটা স্বস্তি হল বটে। যদিও গৃহস্থালির কাজে ব্যবহৃত সিলিন্ডারের দাম না কমায় মধ্যবিত্তের মনে অশান্তি থেকেই যাচ্ছে। চলতি বছরের এপ্রিল মাসেই ১৪.২ কেজির সিলিন্ডারের দাম প্রতি সিলিন্ডারে ৫০ টাকা বাড়ানো হয়েছিল। এখনও সেই দামই কার্যকর রয়েছে।