Categories: জাতীয়

দেশের ১৭টি বিমানবন্দরে বাণিজ্যিক উড়ান স্থগিত

প্রতিবেদন: পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের ন’টি স্থানে ভারতের সশস্ত্র বাহিনীর সামরিক হামলার পর দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের অন্তত ১৭টি বিমানবন্দরে বাণিজ্যিক উড়ান চলাচল স্থগিত করা হয়েছে। নিরাপত্তাজনিত উদ্বেগ ও আকাশসীমায় সাময়িক নিষেধাজ্ঞার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। ভারতীয় বিমানবাহিনীর ঘাঁটি হিসেবে ব্যবহৃত বা সীমান্তের নিকটবর্তী বিমানবন্দরগুলিকে কেন্দ্র করেই এই সাময়িক স্থগিতাদেশ জারি করা হয়েছে।

আরও পড়ুন-নিরীহদের হত্যার বদলা : রাজনাথ

উড়ান সংস্থাগুলির জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, এই বিমানবন্দরগুলিতে ১০ মে সকাল ৫টা ৩০ মিনিট (IST) পর্যন্ত বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে প্রতিরক্ষা সংক্রান্ত কার্যক্রম চালু থাকবে। বন্ধের তালিকায় থাকা বিমানবন্দরগুলি হল শ্রীনগর, জম্মু, লেহ, অমৃতসর, চণ্ডীগড়, যোধপুর, বিকানের, গোয়ালিয়র, রাজকোট, ভুজ, জামনগর, ধর্মশালা, ভাতিন্ডা, সিমলা, হিন্দন, কিষানগড় এবং কান্ডলা। দেশের বৃহত্তম বিমানসংস্থা ইন্ডিগো জানিয়েছে, সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে অমৃতসর, বিকানের, চণ্ডীগড়, ধর্মশালা, গোয়ালিয়র, জম্মু, যোধপুর, কিশানগড়, লেহ, রাজকোট এবং শ্রীনগর থেকে ১৬৫টিরও বেশি উড়ান ১০ মে সকাল ৫:২৯ পর্যন্ত বাতিল করা হয়েছে। কর্তৃপক্ষের বক্তব্য, যাত্রীরা সংস্থার ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে বিমান চলাচলের অবস্থা জেনে তবেই বিমানবন্দরে আসুন। এয়ার ইন্ডিয়া এক বিজ্ঞপ্তিতে জানায়, জম্মু, শ্রীনগর, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় ও রাজকোট—এই নয়টি বিমানবন্দর থেকে তাদের সমস্ত উড়ান ১০ মে সকাল পর্যন্ত বাতিল করা হয়েছে। যাত্রীরা টিকিট পুনঃনির্ধারণ বা বাতিল করলে সম্পূর্ণ টাকা ফেরত পাবেন। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ও স্পাইসজেট তাদের সংশ্লিষ্ট রুটে সমস্ত ফ্লাইট বাতিলের ঘোষণা করেছে। একইসঙ্গে সরকারি মালিকানাধীন অ্যালায়েন্স এয়ারও অমৃতসর, ভুজ, ভাতিন্দা, চণ্ডীগড়, ধর্মশালা ও শিমলা রুটে ফ্লাইট বন্ধ করেছে। দেশব্যাপী প্রভাব ও আন্তর্জাতিক রুট পরিবর্তনের প্রভাব পড়েছে উত্তর ভারত জুড়ে ফ্লাইট ট্র্যাকিং পরিষেবায়। দেখা গিয়েছে, দিল্লি, রাজস্থান ও গুজরাটের উত্তরাঞ্চলে অসামরিক বিমান চলাচল কার্যত বন্ধ। সীমান্তঘেঁষা এলাকার সংবেদনশীল বিমানঘাঁটিগুলির আশেপাশে বিমান চলাচল নেই বললেই চলে।
এদিকে ভারতের অভিযানের প্রতিক্রিয়ায় পাকিস্তানও তার আকাশসীমায় আংশিক নিষেধাজ্ঞা জারি করেছে বলে খবর। ফ্লাইটরাডার ২৪-এর তথ্য অনুযায়ী, হামলার ঠিক পরপরই বেশিরভাগ আন্তর্জাতিক উড়ান পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলতে শুরু করে। এমিরেটস, কাতার এয়ারওয়েজ, তুর্কি এয়ারলাইন্স, ফিনএয়ার, সৌদিয়া, এয়ার আরবিয়া এবং ইরানের মাহান এয়ার তাদের দীর্ঘপথের উড়ানগুলির রুট পরিবর্তন করেছে।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

1 hour ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

2 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

2 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

2 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 hours ago