বছরের শেষের মাসের শুরুতেই কমল বাণিজ্যিক গ্যাসের দাম (commercial lpg price)। ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের নতুন দাম ঘোষণা করেছে দেশের রাষ্ট্রায়ত্ত অয়েল রিফাইনারি সংস্থাগুলি। ১ ডিসেম্বর থেকে কমার্শিয়াল গ্যাসের প্রতি সিলিন্ডারের দাম কমেছে ১০ টাকা। যদিও শিল্পমহলের মত, “১০ টাকার রিডাকশন খুব বড় স্বস্তি নয়, কিছুটা খরচ কমবে।”
আরও পড়ুন-জগন্নাথধামে এবার চালু হল বসে ভোগ খাওয়ার ব্যবস্থা
১০ টাকা কমাদামর পরে ১৯ কেজির এলপিজি-র নতুন দাম —
কলকাতা: ১,৬৮৪ টাকা।
নয়াদিল্লি: ১,৫৮০.৫০ টাকা।
মুম্বই: ১,৫৩১.৫০ টাকা।
চেন্নাই: ১,৭৩৯.৫০ টাকা।
গত কয়েকমাস ধরেই কমছে কমার্শিয়াল গ্যাসের দাম (commercial lpg price)। এদিকে কোনও পরিবর্তন হয়নি ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দামে। দেশে ১৪.২ কেজির রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। ৮৫০ টাকা থেকে ৯৬০ টাকার মধ্যে এলপিজি সিলিন্ডারের দাম থাকছে বিভিন্ন শহরে। দিল্লিতে ঘরোয়া এলপিজি সিলিন্ডার ৮৫৩ টাকায় পাওয়া যাচ্ছে। বারাণসীতে ৯১৬.৫০ টাকা। আহমেদাবাদে ৮৬০ টাকা। হায়দরাবাদে ৯০৫ টাকা। পাটনায় ৯৫১ টাকা। মুম্বইতে দাম ৮৫২.৫০ টাকা। লখনউতে ৮৯০.৫০ টাকা।

