সংশোধনাগারে বাণিজ্যিক পেট্রোল পাম্প

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন সাপেক্ষে প্রকল্প বাস্তবায়নের কাজে এগবে কারা দফতর। অধীর আগ্রহে অপেক্ষায় আইওসি কর্তৃপক্ষও।

Must read

মণীশ কীর্তনীয়া: রাজ্যের বেশ কিছু সংশোধনাগারে এবার পেট্রোল পাম্প করবে ইন্ডিয়াল অয়েল কর্পোরেশন। আর পাঁচটা পাম্পের মতো সংশোধনাগারের পেট্রোল পাম্পগুলিও একইরকম ভাবে বাণিজ্যিক পাম্প হিসেবেই অপারেট করবে। এগুলি চালাবে জেলের বন্দি ও ইনমেটরা। বেশ কিছু দিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তের সংশোধনাগারগুলি খোঁজ নিয়ে বিশদে কথা বলে বাণিজ্যিক দিক খতিয়ে দেখেই আইওসি কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। কারা দফতরও চাইছে এই পরিকল্পনা বাস্তবায়িত হোক।

আরও পড়ুন-ছায়া

এরাজ্যে মোট ৬০টি সংশোধনাগার রয়েছে। কারা দফতর সূত্রে খবর এখনও পর্যন্ত ঠিক হয়েছে প্রথম পর্যায়ে ১০টি সংশোধনাগারে পেট্রোল পাম্প চালু করা হবে। পরে ধাপে ধাপে সব ক’টি সংশোধনাগারেই পাম্প তৈরি হবে। কারা দফতরের সঙ্গে দফায় দফায় বৈঠক ও আলোচনার পর সবদিক খতিয়ে দেখে এই প্রোজেক্ট অনুমোদনের জন্য পাঠানো হয়েছে স্বরাষ্ট্র দফতরের কাছে। সেখান থেকে সবুজ সংকেত পেলেই ১০টি পেট্রোল পাম্পের পরিকাঠামোগত কাজ শুরু করে দেবে আইওসি। সংশোধনাগারে বন্দিরা নানা কাজে যুক্ত থাকেন। মুক্ত কারাগারে অনেকেই সকালে কাজে বাইরে গিয়ে আবার রাতে ফিরে আসেন। ফলে পেট্রোল পাম্পেও কাজ করবেন বাছাই করা বন্দিরা। ম্যানেজার হিসেবে কাজ করবেন ইনমেটরা।

আরও পড়ুন-আধার যুক্ত করার কাজ হবে এই মাসেই

কারামন্ত্রী অখিল গিরি জানিয়েছেন, পেট্রোল পাম্পে যাঁরা কাজ করবেন তাঁরা আপাতত রোজ ১০০ টাকা করে পাবেন। আর পেট্রোল-ডিজেল বিক্রি করে লভ্যাংশ পাবে কারা দফতর যা সরকারি কোষাগারে জমা হবে। সেখান থেকে সংশোধনাগারের উন্নয়ন-খাবারের মান বৃদ্ধি-সহ বন্দিদের জন্য একাধিক বিষয়ে কাজে লাগানো হবে। কারামন্ত্রীর কথায়, হিসেব করে দেখা গিয়েছে সব খরচ বাদ দিয়েও প্রাথমিক ভাবে বছরে ৬০ থেকে ৭০ লক্ষ টাকা পাওয়া যাবে। গোটা পরিকল্পনার খসড়া পাঠানো হয়েছে স্বরাষ্ট্র দফতরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন সাপেক্ষে প্রকল্প বাস্তবায়নের কাজে এগবে কারা দফতর। অধীর আগ্রহে অপেক্ষায় আইওসি কর্তৃপক্ষও।

Latest article