প্রতিবেদন : মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের (TMC) লাগাতার চাপে অবশেষে রাজ্যের ৮ হাজারের বেশি ভুতুড়ে ভোটার কার্ড বাতিল করল নির্বাচন কমিশন। বাতিল হওয়া এই সব কার্ডের প্রায় ৯৫ শতাংশের নম্বর হরিয়ানার ভোটারদের কার্ডের সঙ্গে পুরোপুরি মিলে গিয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে জানা গিয়েছে। এছাড়া গুজরাত ও অসমের বেশকিছু ভোটার কার্ডের সঙ্গে এ-রাজ্যের কার্ডের নম্বর মিলে যাওয়ায় সেগুলিও বাতিল করা হয়েছে। সাম্প্রতিক কালে তৃণমূল কংগ্রেসের (TMC) তরফে এই নিয়ে অভিযোগ জানানো হয়েছিল কমিশনের দফতরে। ডুপ্লিকেট ভোটার কার্ডের অস্তিত্ব নিয়ে সরব হওয়ার পরেই চাপে পড়ে বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন তৎপর হয়ে ওঠে। জেলাস্তরে ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের হাতে এপিক কার্ডে সংশোধনের ক্ষমতা দেওয়া হয়। তার ভিত্তিতেই অনুসন্ধান করে একই নম্বরের কার্ড বাতিল করা হল।
আরও পড়ুন-বাতিল জেএনইউয়ের সঙ্গে চুক্তি, এয়ারপোর্ট ম্যানজমেন্ট লাইসেন্স
রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানান, রাজ্যে প্রায় আড়াই লক্ষ এপিক কার্ড নিয়ে অভিযোগ উঠেছিল। সেগুলি খতিয়ে দেখার পর কমিশনের নির্দেশে ৩২ হাজার কার্ড নিয়ে অনুসন্ধান শুরু করা হয়। তার মধ্যে ৭ হাজার ৮০০ ডুপ্লিকেট কার্ডের অস্তিত্ব পাওয়া গিয়েছে। এর মধ্যে এমন কিছু কার্ড আছে যেগুলির মালিকরা অন্য জায়গায় চলে গিয়েছেন। কিন্তু কার্ড বাতিল না হওয়ার কারণে দু-দুটো কার্ডের মালিক। আবার এরকমও অনেক কার্ড আছে যার নম্বর ভিন রাজ্যের কার্ডের সঙ্গে হুবহু মিলে গিয়েছে। এরকম সব কার্ডই বাতিল করা হয়েছে।
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…