প্রতিবেদন : কলকাতা ও হাওড়ার পুরভোটের প্রশাসনিক কাজকর্ম ও নিরাপত্তা নিয়ে শনিবার রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও স্বরাষ্ট্রসচিব ভগবতীপ্রসাদ গোপালিকার সঙ্গে বৈঠকে বসছেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস।
আরও পড়ুন-Soumitra Chatterjee: সৌমিত্র স্মরণে মঞ্চে টাইপিস্ট
সূত্রের খবর, প্রতিটি বুথে যাতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়, রাজ্যের দুই শীর্ষ প্রশাসনিক আধিকারিকের কাছে সেই অনুরোধ জানানো হবে। সেই সঙ্গে সব প্রার্থী যাতে নির্বিঘ্নে প্রচার চালাতে পারেন, তার জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করার কথাও বলা হবে। সূত্রের খবর, ওই পর্যালোচনা বৈঠকে স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম, রাজ্য পুলিশের মহানির্দেশক মনোজ মালব্যকে যোগ দেওয়ার জন্য রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে।
আরও পড়ুন-Chandannagar lighting: চন্দননগর জুড়ে আলোর জাদু
করোনা পরিস্থিতিতে ভোট গ্রহণের চ্যালেঞ্জকে সামনে রেখেই স্বাস্থ্যসচিবকে ওই বৈঠকে আমন্ত্রণ বলে মনে করা হচ্ছে। বৈঠকে প্রশাসনিক খুঁটিনাটি বিষয় ছাড়াও বাহিনী নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। এদিকে, শুক্রবার ওই দুই পুর নিগমের ভোট নিয়ে কমিশন প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে রাজ্য নির্বাচন কমিশনার ছাড়াও কমিশনের দুই শীর্ষ আধিকারিক এবং কলকাতা ও হাওড়ার মিউনিসিপ্যাল কমিশনার, দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়ার জেলাশাসক, হাওড়ার পুলিশ কমিশনার, কলকাতা পুলিশ কমিশনারের পক্ষে যুগ্ম কমিশনার সদর উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের প্রস্তাব মেনে আগামী ১৯ ডিসেম্বর কলকাতা ও হাওড়া পুরসভার ভোট করানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।