প্রতিবেদন : তৃণমূল কংগ্রেসের দাবি মান্যতা পেয়েছে। এসআইআর-এর সময়সীমা বাড়াতে বাধ্য হয়েছে কমিশন। তৃণমূল জানিয়েছিল দু’বছরের কাজ দু’মাসে করা যায় না। এখন তা হাড়ে হাড়ে টের পাচ্ছে কমিশন। এখন এসআইআর প্রক্রিয়ার সময়সীমা আরও বাড়াতে হতে পারে বলে মনে করছে নির্বাচন কমিশনই। শুক্রবার ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠকে এই ইঙ্গিত দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।
আরও পড়ুন-আজ বাংলা জুড়ে সংহতি দিবস, আগের সন্ধ্যায় মঞ্চে ফের সেই সেনাবাহিনী
কমিশন জানিয়েছে, যদি কোথাও এসআইআর-এর কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব না হয়, তাহলে সময়সীমা বাড়ানো যাবে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্যের সিইও দফতরকে আনুষ্ঠানিক সুপারিশ পাঠাতে হবে। সেই সুপারিশ খতিয়ে দেখে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। যদিও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল ভোটমুখী বাংলায় এসআইআরের সময়সীমা আর বাড়ানোর পক্ষপাতী নন। কমিশনকে সে-কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।
এদিকে রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন যেসব বিএলও-র মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে নির্বাচন কমিশন। মৃত বিএলওদের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর ঘটনাগুলি পৃথকভাবে পর্যালোচনা করে ক্ষতিপূরণের প্রক্রিয়া শুরু হতে পারে। রাজ্যের বিএলওদের বকেয়া পারশ্রমিকেরও আংশিক নিষ্পত্তি হতে চলেছে আগামী সপ্তাহে।

