প্রতিবেদন : ভুতুড়ে ভোটারের বিরুদ্ধে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে গর্জে উঠেছে গোটা দল। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে কর্মিসভা থেকে সদ্য মুখ্য নির্বাচন কমিশনার হওয়া জ্ঞানেশ কুমারের নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন দলনেত্রী। তারপরই শুক্রবার নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সরব হয়েছেন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম। আইন পাশ করিয়ে প্রধান বিচারপতিকে নির্বাচন কমিশনার নিয়োগের প্যানেল থেকে সরিয়ে দেওয়া নিয়ে বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন ফিরহাদ।
আরও পড়ুন-১০ মার্চ শুরু বিধানসভা
এদিন কলকাতা পুরভবনে সাংবাদিক বৈঠকে মেয়র-মন্ত্রী জানিয়েছেন, নির্বাচন কমিশনের নিরপেক্ষ হওয়া উচিত। আদালত, নির্বাচন কমিশন এগুলো স্বাধীন নিরপেক্ষ প্রতিষ্ঠান। কীভাবে আইন বদলে প্রধান বিচারপতিকে সরিয়ে একজন ক্যাবিনেট কলিগকে নিয়ে নির্বাচন কমিশনার নিয়োগ করছেন প্রধানমন্ত্রী? কমিশনার নিয়োগের প্যানেল থেকে বিচারবিভাগকে সরিয়ে দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। একইসঙ্গে বিজেপির ধর্মীয় ভাগাভাগির রাজনীতি নিয়েও গদ্দারকে ধুয়ে দেন ফিরহাদ। বলেন, বাংলার যাঁরা অরিজিনাল ভোটার তাঁরাই ভোট দেবে। এর মধ্যে কোনও ভেদাভেদ নেই। বিজেপি মানুষে-মানুষে বিভেদ তৈরি করতে চায়। ওঁরা যেভাবে মহারাষ্ট্র, দিল্লিতে গণতন্ত্রকে হরণ করেছে, সেটা ওঁরা বাংলায় পারবে না। কারণ, আমাদের তৃণমূলস্তরে সংগঠন আছে।