বদলিতে কমিশনই শেষ কথা : কোর্ট

ফের আদালতে বড় আইনি জয় পেল পশ্চিমবঙ্গ সরকার৷ রাজ্য সরকারের বদলির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন ১৫৭ জন স্কুল শিক্ষক৷

Must read

প্রতিবেদন : ফের আদালতে বড় আইনি জয় পেল পশ্চিমবঙ্গ সরকার৷ রাজ্য সরকারের বদলির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন ১৫৭ জন স্কুল শিক্ষক৷ বৃহস্পতিবার শীর্ষ আদালতের বিচারপতি জে কে মাহেশ্বরীর নেতৃত্বাধীন বেঞ্চ এই মামলা খারিজ করে দিয়েছে৷ শুধু তাই নয়, সুপ্রিম নির্দেশে বিচারপতি জে কে মাহেশ্বরী জানিয়েছেন, প্রয়োজনে চাকরিরত স্কুল শিক্ষকদের যে কোনও জায়গায় বদলি করতে পারে রাজ্য সরকার, তাদের সেই অধিকার আছে৷ উল্লেখ্য, বাড়ির কাছাকাছি অবস্থিত স্কুলে বদলি না করে কেন অপেক্ষাকৃত দূরের স্কুলে বদলি করা হয়েছে তাঁদের?

আরও পড়ুন-নবান্নে স্বাস্থ্য বৈঠকে মুখ্যমন্ত্রী, একাধিক সিদ্ধান্ত ও নির্দেশ

এই প্রশ্ন তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা করেছিলেন ১৫৭ জন স্কুল শিক্ষক৷ তাঁরা নিজেরা মামলা না করে সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের তরফে করা হয়েছিল এই মামলা৷ বৃহস্পতিবার এই সংগঠনের তরফে সুপ্রিম কোর্টে সওয়াল করার জন্য উপস্থিত ছিলেন আইনজীবী প্রতীক ধর৷ তাঁকে বিচারপতি জে কে মাহেশ্বরী প্রশ্ন করেন, কেন সংগঠনের তরফে এই মামলা করা হয়েছে? স্কুল শিক্ষকেরা এই মামলা করেননি কেন? এই প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেননি আইনজীবী৷ এর পরেই বিচারপতিরা জানতে চান, অপেক্ষাকৃত দূরের স্কুলে বদলি করলে সমস্যা কী হচ্ছে? প্রত্যুত্তরে আইনজীবী ধর দাবি করেন, স্কুল সার্ভিস কমিশনের ১০সি ধারা অনুযায়ী ১৯৯৭ সাল থেকে ২০১৭ সালের মধ্যে যাঁরা শিক্ষকের চাকরি পেয়েছেন তাঁদের ক্ষেত্রে এই ধরনের বদলি বৈধ নয়৷ এই দাবি খারিজ করেন বিচারপতি জে কে মাবেশ্বরী এবং বিচারপতি রাজেশ বিন্দলের ডিভিশন বেঞ্চ৷ প্রয়োজনে রাজ্য সরকার শিক্ষকদের যে কোনও জায়গায় বদলি করতে পারবে, জানান তাঁরা৷

Latest article