অভিরূপ ভট্টাচার্য : পুর ভোটের দামামা বেজে গিয়েছে। ১৯ ডিসেম্বর কলকাতা ও হাওড়া— এই দুই যমজ শহরে পুরভোটের দিন আলোচনার ভিত্তিতে ইতিমধ্যেই স্থির করেছে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন। এবার ওই দুই পুরসভায় ভোটের প্রশাসনিক প্রস্তুতিও শুরু হয়ে গেল জোরকদমে। কলকাতা ও হাওড়ার পুরভোটের প্রস্তুতি নিয়ে আগামী শুক্রবার বৈঠক ডেকেছে রাজ্য নির্বাচন কমিশন। ওইদিন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস সহ অন্য আধিকারিকরা কলকাতা উত্তর ও দক্ষিণ এবং হাওড়ার জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করবেন। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি বিস্তারিত আলোচনা হবে এই বৈঠকে।
আরও পড়ুন : চলচ্চিত্রের নতুন ইতিহাস দুর্গাপুরে
জানা গিয়েছে, শুক্রবার বৈঠকে কলাকাতা উত্তর ও দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিকেরা ছাড়াও, হাওড়ার জেলাশাসক ও দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসককে ডাকা হয়েছে। কলকাতা পুরসভার সংযুক্ত এলাকার কিছুটা প্রশাসনিকভাবে দক্ষিণ ২৪ পরগণার জেলাশাসকের অধীনে। তাই তাঁকে ডাকা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক ভাবে রাজ্য পুলিশ নিয়োগ করেই এই দুই পুরসভার নির্বাচন করার পরিকল্পনা রয়েছে । সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬.৩০ পর্যন্ত ভোট করা হবে। কোভিডবিধি মেনে ভোট করার ওপর জোর দেওয়া হবে। রাখা হবে পর্যাপ্ত মাস্ক ও স্যানিটাইজার। সাধারণ পর্যবেক্ষকদের পাশাপাশি, মাইক্রো অবজারভার নিয়োগ করার কথাও ভাবছে কমিশন। প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠকের পর নিরাপত্তা সংক্রান্ত অন্যান্য পদক্ষেপ স্থির করা হবে। এদিকে, বালি পুরসভা হাওড়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ওই এলাকার ১৬টি ওয়ার্ডে আপাতত ভোট হচ্ছে না। ১৯ তারিখে ভোট হবে হাওড়ার ৫০টি ওয়ার্ডে।