প্রতিবেদন : ২৪ লক্ষ ভোটার ভেরিফায়াবেল পেপার অডিট ট্রেল বা ভিভিপ্যাট যন্ত্র কিনতে প্রায় ৫ হাজার কোটি টাকা খরচ করেছে কেন্দ্রীয় সরকার। অথচ তার মধ্যে মাত্র ২০ হাজার ভিভিপ্যাটের স্লিপ ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমের ভোটের সঙ্গে মিলিয়ে দেখা হয়। এই নিয়মের বিরোধিতা করে মামলা হয় সুপ্রিম কোর্টে (Supreme Court)। তার পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালতের বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ নির্বাচন কমিশনকে নোটিশ দিয়েছে। এর আগে একটি বিধানসভা কেন্দ্রের অন্তত ৫০ শতাংশ ইভিএমের সঙ্গে ভিভিপ্যাট স্লিপ মিলিয়ে দেখার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয় দেশের ২১টি বিরোধী রাজনৈতিক দল। তার পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালতে ইভিএমের সংখ্যা বেড়ে হয় ৫। আর এবার আইনজীবী ও সমাজকর্মী অরুণকুমার আগরওয়াল আবেদন জানিয়েছেন, সমস্ত ভিভিপ্যাট স্লিপ গণনার নির্দেশ দিক সুপ্রিম কোর্ট। সেই আবেদন গ্রহণ করেই নির্বাচন কমিশনকে তাদের জবাব চেয়ে নোটিশ পাঠিয়েছে সর্বোচ্চ আদালত।
আরও পড়ুন- আগামী দু’মাস ভয়াবহ তাপপ্রবাহের আশঙ্কা! সতর্ক করছে মৌসম ভবন