উপনির্বাচনের আগে বিজেপি প্রার্থীকে নোটিশ কমিশনের

সম্প্রতি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেশ কিছু অস্বাভাবিক লেনদেন হয়েছে। এই লেনদেন সম্পর্কেই রাজাগোপালের কাছে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে নির্বাচন কমিশন।

Must read

প্রতিবেদন : তেলেঙ্গানার মুনুগোড়ে বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের আগে বিজেপিকে বেকায়দায় ফেলল নির্বাচন কমিশন। ওই কেন্দ্রে বিজেপির প্রার্থী কে রাজাগোপাল রেড্ডি। সম্প্রতি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেশ কিছু অস্বাভাবিক লেনদেন হয়েছে। এই লেনদেন সম্পর্কেই রাজাগোপালের কাছে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন-ব্যাপক কর্মী ছাঁটাই

রাজ্যের শাসক দল টিআরএসের দাবি, নির্বাচনের আগে ভোটারদের প্রভাবিত করতেই কোটি টাকার লেনদেন হয়েছে ওই নেতার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে। যদিও টিআরএসের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিজেপি নেতা। জানা গিয়েছে, বিজেপি প্রার্থী রাজাগোপালের অ্যাকাউন্ট থেকে সম্প্রতি ২৩ জনের অ্যাকাউন্টে ৫.২৪ কোটি টাকা পাঠানো হয়েছে। পারিবারিকভাবে রাজাগোপাল একজন খনি ব্যবসায়ী। তাঁর সংস্থার অ্যাকাউন্ট থেকেই এই বিপুল পরিমাণ টাকা পাঠানো হয়েছে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানান ওই কেন্দ্রের টিআরএস প্রার্থী সোমাভরত কুমার। তার পরই বিজেপি প্রার্থীকে নোটিশ পাঠাল কমিশন। রাজনৈতিক মহল মনে করছে কমিশনের এই নোটিশ উপনির্বাচনের আগে গেরুয়া শিবিরের কাছে বড় ধাক্কা।

Latest article