বকেয়া চেয়ে ফলতায় মহিলাদের বিক্ষোভের মুখে কমিশনের পর্যবেক্ষক

ফলতায় (Falta) এসআইআর-সংক্রান্ত কাজের অগ্রগতি পর্যালোচনা করতে এসে মহিলাদের বিক্ষোভের মুখে পড়লেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা।

Must read

সংবাদদাতা, ফলতা : ফলতায় (Falta) এসআইআর-সংক্রান্ত কাজের অগ্রগতি পর্যালোচনা করতে এসে মহিলাদের বিক্ষোভের মুখে পড়লেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ রোল অবজার্ভার-সহ অন্যরা ফলতার বিডিও অফিসে আসেন। সেখানে কিছুক্ষণ ভোটার তালিকা যাচাই করে বিডিও সানুর বক্সিকে সঙ্গে নিয়ে চলে যান দেবীপুর পঞ্চায়েতের পায়রাচালিতে।

আরও পড়ুন-উন্নয়নে নজির, একদিনে ২০ হাজার ৩০ কিমি রোড প্রজেক্টের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

৮৫, ৮৬ এবং ৮৭ নং বুথের বয়স্ক ভোটারদের বাড়ি বাড়ি ঘোরেন তাঁরা। এরই মধ্যে কমিশনের রোল অবজার্ভার সি মুরুগান ঢোকার সঙ্গে সঙ্গে স্থানীয় মহিলারা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ‘কেন আবাসের বাড়ি পেলাম না, কেন ১০০ দিনের টাকা বন্ধ রাখা হয়েছে’, প্রশ্ন তুলে অবজার্ভারকে ঘিরে স্লোগান দিতে থাকেন মহিলারা। তবে এই ঘটনায় কমিশনের তরফে কোনও অভিযোগ জানানো হয়নি।

Latest article