বার্মিংহাম, ২৭ জুলাই : বৃহস্পতিবার বার্মিংহামে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস (Commonwealth Games)। টুর্নামেন্ট শুরুর আগে আয়োজকদের রীতিমতো চিন্তায় রাখছে কোভিড সংক্রমণের ঊর্ধ্বমুখী হার। ব্রিটেনে প্রতি ২৪ ঘণ্টা ২০ হাজার জন নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছেন।
এদিকে, মোট ৭২টি দেশের পাঁচ হাজারেরও বেশি অ্যাথলিট এবারের কমনওয়েলথে (Commonwealth Games) অংশগ্রহণ করবেন। খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তা মিলিয়ে সংখ্যাটা বেড়ে হচ্ছে প্রায় আট হাজার! তাই গেমস ভিলেজগুলোয় নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা। ভিলেজে প্রবেশ করার পর প্রত্যেকের কোভিড টেস্ট হয়েছে। এছাড়াও প্রতিদিন গড়ে প্রায় দেড় হাজারের মতো কোভিড পরীক্ষা হচ্ছে।
আরও পড়ুন: ভারত গৌরব পাচ্ছেন ঝুলন
গোল্ড কোস্ট কমনওয়েলথে ২৬টি সোনা-সহ মোট ৬৬টি পদক জিতেছিল ভারত। এবার সেই পদকের সংখ্যা ছাপিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই বার্মিংহামে পা রেখেছেন ভারতীয়রা। তবে এবারের কমনওয়েলথে নেই শুটিং। যা ভারতীয় শিবিরের কাছে বড় ধাক্কা। অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়ার শেষ মুহূর্তে ছিটকে যাওয়াও বড় ক্ষতি। তবুও ব্যাডমিন্টনে পিভি সিন্ধু, লক্ষ্য সেন, কিদাম্বি শ্রীকান্তের উপরে ভরসা রাখছে ভারতীয় শিবির। এছাড়া টোকিও অলিম্পিকে রুপোজয়ী ভারোত্তোলক মীরাবাই চানু, রুপোজয়ী কুস্তিগীর রবি দাহিয়া, ব্রোঞ্জজয়ী বক্সার লভলিনা বড়গোঁহাইরা পদক জয়ের প্রবল দাবিদার।
এছাড়াও মহিলা ক্রিকেট দল, পুরুষ হকি দলের কাছ থেকেও পদকের আশা করছে ভারত। টেবল টেনিস দলের সাম্প্রতিক পারফরম্যান্সও পদকের স্বপ্ন উসকে দিচ্ছে। এদিকে নীরজের অনুপস্থিতিতে ভারতীয় দলের মার্চপাস্টে পতাকা থাকবে সিন্ধুর হাতে।
“আমরা স্বচ্ছতা চাই- আমরা এর আগে ৭৫ বার বলেছি। আমরা ‘SIR’-এর বিরুদ্ধে নই। আমরা SIR…
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…