সংবাদদাতা, জলপাইগুড়ি : ২৪ ঘণ্টার মধ্যেই গজলডোবায় হাতির হানায় মৃতদের পরিবারের হাতে ক্ষতিপূরণ তুলে দিল বনদফতর। শুক্রবার মৃত নারায়ণ দাস ও তুষার দাসের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের চেক তুলে দেন বিধায়ক খগেশ্বর রায়। উল্লেখ্য, বৃহস্পতিবার ভোররাতে এই মর্মান্তিক ঘটনার পর শুক্রবার বৈকুণ্ঠপুর বন বিভাগের ডিএফও রাজা এম এবং রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় গজলডোবা পুলিশ ফাঁড়িতে নিহতদের পরিবারের হাতে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণের চেক তুলে দেন। বিধায়ক খগেশ্বর রায় জানান, সরকার মৃতের পরিবারের পাশে সবসময় আছে। পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দুই পরিবারের হাতে তুলে দেওয়া হল। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারকে তিন থেকে ছয় মাসের মধ্যে পরিবারের একজন সদস্যের চাকরির ব্যবস্থা করা হবে। নিয়ম অনুযায়ী কাগজপত্র দিলে দ্রুত এই কাজ সম্পন্ন করা সম্ভব হবে। ডিএফও রাজা এম জানান, ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে বন দফতর থেকে দুটি কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। এছাড়া হাতি চলাচল মনিটর করার জন্য ক্যাম্প স্থাপন করা হচ্ছে।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর বার্তা : সর্বদলীয় প্রতিনিধি দল দেশে ফেরার পর সংসদের বিশেষ অধিবেশন ডাকুন