মেসিদের বিরুদ্ধে ফিফায় নালিশ

Must read

জুরিখ, ১৭ জুলাই : বিপাকে লিওনেল মেসিরা (Lionel Messi)। বর্ণবিদ্বেষী গানের জন্য আর্জেন্টিনার কড়া শাস্তি চেয়ে ফিফার দ্বারস্থ হল ফ্রান্স। যিনি এই গান গেয়ে বিতর্কে জড়িয়েছেন, সেই আর্জেন্টাইন ফুটবলার এনজো ফার্নান্ডেজ চাপে পড়ে ক্ষমা চেয়েছেন। তবু ঘটনার তদন্ত শুরু করেছে ফিফা এবং এনজোর ক্লাব চেলসি।
বিতর্কের সূত্রপাত একটি ভিডিও। কোপা ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর, স্টেডিয়াম থেকে টিম বাসে হোটেলে ফিরছিলেন মেসিরা। বাসেই উৎসব শুরু করে দেন ফুটবলাররা। সেই সময় এনজো-সহ কয়েকজন ফুটবলারকে গান গাইতে শোনা যায়। সেখানে ফ্রান্সের ফুটবলারদের উদ্দেশ্য করে বলা হয়েছে, ‘‘ওরা সবাই ফ্রান্সের হয়ে খেলে। কিন্তু সবাই অ্যাঙ্গোলার বাসিন্দা। কারও বাবা নাইজেরিয়ান, কারও মা ক্যামেরুনের। কিন্তু সবার পাসপোর্ট ফ্রন্সের।’’

আরও পড়ুন-অলিম্পিকে ভারতের ১১৭ জন খেলোয়াড়, বাদ পড়লেন বাংলার আভা

এই গানের ভিডিও আবার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন এনজো। এর পরেই শুরু হয় তুমুল বিতর্ক। ফ্রান্স ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, ‘‘আর্জেন্টিনা জাতীয় দলের ফুটবলারদের আচরণে আমরা স্তম্ভিত। এমন গান বর্ণবিদ্বেষী এবং কুরুচিকর। খেলাধুলো এবং মানবাধিকারের বিরুদ্ধে। তাই কড়া শাস্তি চেয়ে আমরা সরাসরি ফিফায় অভিযোগ জানাচ্ছি।’’
এর পরেই পোস্ট করে ক্ষমা চান এনজো। লিখেছেন, ‘‘উচ্ছ্বাসের যে ভিডিও পোস্ট করেছিলাম, তার জন্য আমি ক্ষমা চাইছি। ওই গানে যে কুরুচিকর ভাষা প্রয়োগ করা হয়েছে, তার বিরোধিতা করার অজুহাত নেই। যে কোনও ধরনের বর্ণবিদ্বেষী মন্তব্যের বিরোধিতা করি। তবে সেদিন আবেগ ও উচ্ছ্বাসে ভেসে গিয়েছিলাম।’’

Latest article